ফাউন্ডেশন হোক কিংবা কনসিলার— তা যেন ত্বকের সঙ্গে ভালোভাবে মিশে যায় তার জন্য স্পঞ্জের মতো নরম ব্লেন্ডার ব্যবহার করা হয়। মেকআপ করার পর তাড়াহুড়ায় এই ব্লেন্ডার আর ধোয়া হয় না। যত দিন যায় ফাউন্ডেশন মাখানো ব্লেন্ডারে জীবাণুর আশঙ্কা তাই বাড়তেই থাকে। পরবর্তীতে এটি ব্যবহারে ত্বকের মারাত্মক ক্ষতি হতে পারে।
কিছু সহজ উপায় কাজে লাগিয়ে মেকআপের ব্লেন্ডার পরিষ্কার করা যায়। চলুন সেগুলো জেনে নেওয়া যাক-
বিজ্ঞাপন

মাইক্রোওয়েভ ওভেনে পরিষ্কার
মাইক্রোওয়েভ ওভেনে দু’মিনিটেই স্পঞ্জ পরিষ্কার করে নিতে পারেন। মাইক্রোওয়েভে রাখা যায়, এমন একটি পাত্রে পানি আর তরল সাবান মিশিয়ে নিন। স্পঞ্জটি যেন পুরোপুরি ডুবে যায়, ততখানি পানি নিন। এবার এক মিনিটের জন্য কাপটিকে মাইক্রোওয়েভে গরম করুন। বের করে ঠান্ডা করুন। পানি ঠান্ডা হলে স্পঞ্জটি বের করে দেখুন সেটি একেবারে পরিষ্কার হয়ে গেছে। এবার ঠান্ডা পানিতে ধুয়ে সাবান বের করে ফেলুন। সবশেষে রোদে শুকিয়ে নিন।
অলিভ অয়েল
বিজ্ঞাপন
একটি পাত্রে অলিভ অয়েলের সঙ্গে তরল সাবান মিশিয়ে নিন। এই মিশ্রণে স্পঞ্জটি বেশ কিছুক্ষণ ভিজিয়ে রাখুন। তারপর মিশ্রণ থেকে পানিতে ভালো করে পরিষ্কার করে নিন। ব্যস, একদম নতুনের মতো হয়ে যাবে মেকআপ ব্লেন্ডার।

ভিজিয়ে রাখা
মেকআপ স্পঞ্জ পরিষ্কারের সবচেয়ে ভালো উপায় হলো সাবান পানিতে ভিজিয়ে রাখা। একটি পাত্রে গরম পানি নিন। এতে সামান্য লিকুইড সাবান দিয়ে স্পঞ্জটি আধা ঘণ্টা ডুবিয়ে রাখুন। এরপর স্পঞ্জ থেকে পানি বের করে স্বাভাবিক তাপমাত্রার পানি দিয়ে ভালো করে ধুয়ে ফেলুন। শুকিয়ে নিলেই স্পঞ্জ হয়ে যাবে একদম নতুনের মতো।
এনএম

