সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

মশার কামড়ে গায়ে চাকা চাকা দাগ হলে কী করবেন? 

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ২৪ মার্চ ২০২৪, ১২:২২ পিএম

শেয়ার করুন:

মশার কামড়ে গায়ে চাকা চাকা দাগ হলে কী করবেন? 

যতই কয়েল কিংবা অ্যারাসল ব্যবহার করা হোন না কেন, মশার সঙ্গে লড়াই করা যেন কঠিন। এমনকি মশারির ভেতরেও যন্ত্রণাদায়ক ছোট্ট প্রাণীটি কীভাবে জানি ঢুকে পড়ে। যতই সুরক্ষা বলয়ের মধ্যে থাকুন না কেন, সুযোগ বুঝে তারা ঠিকই কামড় বসিয়ে দেয় গায়ে। 

সাধারণত দেহের যেসব স্থানে মশা কামড়ায় সেই জায়গা চুলকায়, লাল হয়ে যায়। অনেকের ক্ষেত্রে মশার কামড় থেকেই শুরু হয় অ্যালার্জি। এই র‍্যাশ ছড়িয়ে পড়ে সারা গায়ে। অনেকের ক্ষেত্রে নখ দিয়ে চুলকানোর কারণে গায়ে বিশ্রী দাগও হয়ে যায়। চিকিৎসদের পরিভাষায় এই সমস্যাকে স্কিটার সিন্ড্রোম বলে। 


বিজ্ঞাপন


bite2

এমন সমস্যা যাদের থাকে তাদের মশা কামড় দিলে সেই স্থানে চাকা চাক দাগ হয়ে যায়। এক্ষেত্রে মশার ধূপ, তেল বা গায়ে মশা নিরোধক ক্রিম মাখার পাশাপাশি নজর দিতে হবে ত্বকের প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলার দিকে। কীভাবে মশার কামড়ের দাগ থেকে মুক্তি পাবেন জানুন- 

নিমপাতা মধু 

নিমপাতা বেটে তার সঙ্গে ভালো করে মধু মিশিয়ে নিন। মশা কামড়ানো স্থানে এই মিশ্রণ লাগিয়ে রাখুন। বেশ কিছুক্ষণ রেখে তোয়ালে দিয়ে মুছে পরিষ্কার করে নিন। প্রতিদিন নিমতেল দিয়ে গোসলও করতে পারেন। 


বিজ্ঞাপন


tulshi

তুলসিপাতা হলুদ 

কয়েকটি তুলসীপাতা আর সামান্য কাঁচা হলুদ একসঙ্গে বেটে নিন। শরীরের যে যে অংশে মশার কামড়ে দাগ হয়ে গিয়েছে, সেসব জায়গায় ওই তুলসীপাতা বাটার মিশ্রণ লাগিয়ে নিন। নিয়মিত মাখলে দ্রুত উপকার পাবেন। 

অ্যালোভেরা মধু 

অ্যালোভেরা জেলের সঙ্গে কয়েক ফোঁটা মধু আর কাঁচা হলুদ মিশিয়ে নিন। এই মিশ্রণ দাগের ওপর মাখুন। নিয়মিত ব্যবহারে দাগ দূর হবে। 

এনএম

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর