রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

নীতা আম্বানীর এই হারের দাম কত? 

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ০৫ মার্চ ২০২৪, ০৬:২৪ পিএম

শেয়ার করুন:

নীতা আম্বানীর এই হারের দাম কত? 

সোশ্যাল মিডিয়াজুড়ে গত কদিন আলোচনার কেন্দ্রবিন্দুতে আছে মুকেশ আম্বানী পুত্রের প্রাক বিবাহ উদযাপন। বিশ্বের অন্যতম ধনী ব্যক্তির ছেলের বিয়ের অনুষ্ঠান বলে কথা— আলোচনা হওয়াই স্বাভাবিক। এই অনুষ্ঠানকে ঘিরে ভারতের জামনগরে মিলনমেলা বসেছে বিখ্যাত সব গায়ক, নায়ক আর আলোচিত ব্যক্তিদের। 

আম্বানী পরিবারের যেকোনো অনুষ্ঠানের ছোটখাটো বিষয়ও কারো নজর এড়ায় না। পোশাক থেকে শুরু করে গয়না, খাবার থেকে শুরু করে আয়োজনের নানা আনুষঙ্গিক বিষয় নিয়ে কৌতূহল থাকে অনেক। এখনও মুখে মুখে ঘুরছে তিনদিনব্যাপী আম্বানীদের বাড়ির অনুষ্ঠানের কথা। 


বিজ্ঞাপন


neeta3

আম্বানীদের অনুষ্ঠানের জৌলুস যে চোখ ধাঁধাবে সেটা জানা কথা। এবারের আয়োজনে আম্বানী পত্নী নীতার সাজগোজ, শাড়ি-গয়না নিয়ে আলোচনা হয়েছে অনেক। বিশেষত অনুষ্ঠানের প্রথম দিন শাড়ির সঙ্গে যে লম্বা হার পরেছিলেন নীতা আম্বানী তার দাম নিয়েই সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে আলোচনা।

আম্বানী বাড়ির বৌ বহুমূল্য গয়না পরবেন, এতে বিস্ময়ের কিছু নেই। কিন্তু তার মূল্য ঠিক কত? ছোট ছেলের প্রাক-বিবাহ উদযাপনের নীতা আম্বানী পরেছিলেন মনীশ মলহোত্রের নকশা করা কাঞ্চিপুরম শাড়ি। সঙ্গে পরেছিলেন হীরায় ঠাসা একটি লম্বা সীতাহার। এতে দুটি বড় পান্নাও ছিল। জানা যাচ্ছে, বিশ্বের অন্যতম দামী পান্না এগুলো।  

neeta2


বিজ্ঞাপন


নীতার সেই নিলচে-সবুজ হারেই অনেকেরই চোখে লেগে রয়েছে। তবে হারের দাম শুনলে খানিকটা ভ্যাবাচাকা খেতে পারেন। সূত্রের খবর অনুযায়ী, নীতার এই হারের দাম নাকি প্রায় ৪০০-৫০০ কোটি রুপি। যা দিয়ে সহজেই কেনা যাবে কয়েকটি জেট প্লেন। 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর