বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ঢাকা

‘মা হওয়ার পর নিজের মাকে নতুন করে অনুভব করেছি’

নিশীতা মিতু
প্রকাশিত: ০৮ মে ২০২২, ০৪:৪৩ পিএম

শেয়ার করুন:

‘মা হওয়ার পর নিজের মাকে নতুন করে অনুভব করেছি’

একজন মায়ের কাছে এই পৃথিবীর সবচে দামী উপহার তার নাড়ী ছেড়া ধন, সন্তান। মা হওয়ার মাধ্যমে নিজেকে নতুন করে আবিষ্কার করেন একজন নারী। নারী দিবসে সন্তানদের ভাবনায় তাদের মা কেমন তা বলে সবাই। কিন্তু মায়েদের চোখে তাদের মাতৃত্ব কেমন? যে বিষয়টিকে কেন্দ্র করে বিশেষ এই দিবসটির জন্ম, তা নিয়ে তাদের অনুভূতি কী। গত কয়েক বছরে মায়ের খাতায় নাম লেখানো কয়েকজন নারী ঢাকা মেইলকে জানিয়েছেন তাদের কথা। 

ফিচার ছবিতে সন্তানের সঙ্গে অপূর্ব সুন্দর মুহূর্ত কাটাচ্ছেন যেই নারী তিনি যাবীন তাসনিম তানিয়া। নিজের মাতৃত্বের কথা বলতে গিয়ে তিনি বলেন, ‘মা হওয়ার পর নিজের মাকে আমি নতুন করে অনুভব করছি। ৪০ সপ্তাহ পেটে ধারণ করা। কত ধরনের হরমোনাল পরিবর্তন, প্রথম পেটের ভেতরে বাবুর লাথি অনুভব, প্রথম ওর মুখটা দেখা- সব কিছুই প্রথম আর অদ্ভুত জাদুকরী এক অনুভূতি। এখন রাত জেগে যখন বাবুকে ঘুম পাড়াই, বাবুর অসুখে হাসপাতালে ভিড় জমাই অথবা অফিস শেষে বাসায় এসে বিশ্রামের কথা ভুলে বাবুকে সামলাই তখন আমার মাকে খুব বেশি অনুভব করি। অনেক ভালোবাসি আমার দুই মাকে।’


বিজ্ঞাপন


ma

বিলকিস জাহান ইভার কাছে জীবনের শ্রেষ্ঠ অনুভূতি মা হওয়ার অনুভূতি। তিনি বলেন, ‘আমি বিশ্বাস করি প্রত্যেক মায়ের কাছেই এই অনুভূতি সেরা কিন্তু আমার ক্ষেত্রে একটু ভিন্ন। কারণ, সন্তানের আগমন সম্পর্কে আমি একদমই অবহিত ছিলাম না। তার ওপর ৬০% আক্রান্ত ফুসফুস নিয়ে কোভিড ভাইরাসের সঙ্গে যুদ্ধ করছিলাম। তারপর বাবুর আগমন। সত্যি আল্লাহ আমাকে জীবনের সেরা উপহার দিয়েছেন। এখন আমার জীবনের শুরু শেষ সবটাই আমার মেয়ে।

maসন্তানের ইচ্ছাকে সর্বোচ্চ প্রাধান্য দিতে ভালোবাসেন সুমাইয়া শরীফ। কন্যা আরাধনার কোথাও, কার কাছে, কোন বিষয়ে পড়লে ভালো শিখতে পারবে তা তিনি ঠিক করেন। তবে পড়াশোনা থেকে ফ্যাশন বা লুক সবকিছুতে সন্তানের মতামত নেন সুমাইয়া। সন্তানকে নিয়ে সিনেমা দেখা কিংবা পার্কে বেড়ানোর মতো কাজগুলোও নিয়মিত করেন তিনি। সন্তান নিজের মতো, নিজের ইচ্ছায় বেড়ে উঠুক এমনটাই কামনা করেন সুমাইয়া। 

maমাতৃত্ব নিয়ে ইশরাক পায়েল বলেন, ‘মা এক অক্ষরের একটি শব্দ মাত্র! কিন্তু মা ই আমাদের এই দুনিয়ায় আসার উসিলা। আমি নিজে মাতৃত্বের স্বাদ পাওয়ার পরই নিজের মাকে অনুভব করতে পেরেছি। উনার করা সব ত্যাগ তিতিক্ষাকে যেন আরও বেশি অনুধাবন করতে পেরেছি। সত্যি বলতে, আমার মাতৃত্বই আমাকে আগের চেয়ে আরও বেশি মানসিকভাবে শক্তিশালী আর নির্ভয় করে তুলেছে।’


বিজ্ঞাপন


maসদ্য মা হয়েছেন ফারজানা ইয়াসমিন ববি। নিজের অনুভূতি প্রকাশ করে তিনি বলেন, ‘মা হবার সম্পূর্ণ যাত্রাতে নিজের সন্তানকে যতটুকু না অনুভব করেছি,  তার চেয়ে অনেক বেশি অনুভব করেছি মা কে। এই অনুভূতি একেবারেই ভিন্ন। মাতৃত্ব স্রষ্টার দেওয়া মস্ত বড় এক উপহার। এই উপহার প্রাপ্তির সঙ্গে সঙ্গে নতুন এক জীবনে যাত্রা। ছোট্ট একটা মানুষের সঙ্গে সঙ্গে নিজেও নতুন করে বেড়ে ওঠা।’

maসবসময় সন্তানের সুস্থতা কামনা করে ফাতেমা খান বৃষ্টি বলেন, ‘একজন মায়ের জীবনে সন্তানের সুস্থতা আর হাসির থেকে আর বড় কিছু নেই। মা হিসেবে একটাই চাওয়া, আমার সন্তান যেন থাকে দুধে ভাতে।’

maমাতৃত্বের অনুভূতি প্রকাশ করে ফারজানা ফারজু বলেন, ‘যেদিন প্রথম জানতে পেরেছিলাম যে আমার ভেতর আল্লাহ ছোট্ট একটা জানের বীজ বুনে দিয়েছেন সেদিন থেকেই পুরো পৃথিবীর সব ভালবাসা সেই ছোট্ট জানটার নামে লিখে দিয়েছিলাম। ৯মাস পর যখন তাকে বুকে আঁকড়ে ধরলাম, সেদিন থেকে বুঝতে পেরেছি কেন মায়ের পায়ের নিচে সন্তানের বেহেস্ত বলা হয়। এতো এতো স্বার্থের ভালবাসার ভিড়ে এই একটা ভালবাসাই হচ্ছে একদম শতভাগ খাঁটি। বেঁচে থাকুক সকল মায়ের নিঃস্বার্থ ভালবাসা। দুধে ভাতে থাকে সকল মায়ের সন্তানরা। 

এনএম

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর