রোববার, ২৮ এপ্রিল, ২০২৪, ঢাকা

ঝড়-বৃষ্টি থেকে শখের গাছ সুরক্ষিত রাখতে করণীয়

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ০৮ মে ২০২২, ০৯:০২ এএম

শেয়ার করুন:

ঝড়-বৃষ্টি থেকে শখের গাছ সুরক্ষিত রাখতে করণীয়

এই প্রখর রোদ আবার ঝুম বৃষ্টি। গত কয়দিন ধরে এমনই আবহাওয়া বিরাজ করছে। কালবৈশাখীর এই সময়ে মাঝেমধ্যেই ঝড়-বৃষ্টি হতে পারে। এতে ক্ষতি হতে পারে আপনার শখের গাছের। ঝড় আর বৃষ্টির মধ্যে গাছকে সুরক্ষিত রাখতে কিছু বিষয় খেয়াল রাখা জরুরি। 

rainশিকড় সুরক্ষিত রাখুন 


বিজ্ঞাপন


গাছকে বাঁচিয়ে রাখে এর শিকড়, অত্যাধিক বৃষ্টিপাতের ফলে গাছের গোড়ায় পানি জমে যায়। এতে শিকড় পচে যেতে পারে। গাছের মাটির ওপর বেশ কিছু পরিমাণ প্রাকৃতিক সার দিয়ে রাখুন। এতে মাটি সরাসরি অত ভেজে না। শিকড় সুরক্ষিত থাকে। 

rainগাছ আড়ালে রাখুন 

সদ্য গাছ লাগালে চারা গাছকে ছাদ বা বারান্দার কিনারায় রাখবেন না। ছায়ার মধ্যে রাখতে চেষ্টা করুন। নাহয় ভারী বৃষ্টি বা ঝড়ে গাছের ক্ষতি হতে পারে। স্পর্শকাতর গাছ হলে ঘরের মধ্যে রাখুন কিংবা প্লাস্টিক মুড়িয়ে রাখুন। এতে গাছের গায়ে সরাসরি বৃষ্টি লাগবে না। 

rainক্যাকটাস রাখুন ঘরে 


বিজ্ঞাপন


ক্যাকটাস, সাকুলেন্ট, পাথরকুচি ইত্যাদি গাছে খুব অল্প পরিমাণ পানি লাগে। এসব গাছ বৃষ্টির দিনে ঘরে ঢুকিয়ে রাখুন। বারান্দায় রাখলে ভেতরের দিকে রাখুন। অতিরিক্ত পানি জমলে এই গাছ নষ্ট হয়ে যেতে পারে। 

rainছাদের গাছের যত্ন 

বৃষ্টির সময় ছাদে রাখা গাছগুলোর বাড়তি যত্ন নেওয়া উচিত। গাছের গোড়ায় অতিরিক্ত পানি জমলে টব কাত করে রাখুন। গাছের মাটি খুঁড়ে দিন। 

বৃষ্টির পানি গাছের জন্য ভালো। তবে, অতিরিক্ত পানি গাছের ক্ষতি করে। সেদিকে খেয়াল রাখুন। গাছের যত্ন নিন। 

এনএম

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর