মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪, ঢাকা

সুপারি খেলে কী হয়? 

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ২৮ ডিসেম্বর ২০২৩, ১২:৩৯ পিএম

শেয়ার করুন:

সুপারি খেলে কী হয়? 

বয়স্ক মানুষের নিত্যদিনের সঙ্গী। পান আর সুপারি। হামানদিস্তায় থেঁতো করে কিংবা দাঁত দিতে ভেঙে সুপারি খাওয়া হয়। কেউ কেউ এমনিও সুপারি চিবিয়ে খান। মনে প্রশ্ন জাগে, সুপারি খেলে কী হয়? এর কি কোনো উপকারিতা আছে? চলুন জানা যাক- 

মুখের ঘা সারায় 


বিজ্ঞাপন


সুপারির মধ্যে এমন কয়েকটি উপাদান রয়েছে, যেগুলো মুখের ঘা কমিয়ে দিতে পারে। শুকনো সুপারি মুখে রাখলে, তা থেকে যে রস বের হয় তা মুখের ঘা কমায়। সুপারি গুঁড়া, দারুচিনি গুঁড়া একসঙ্গে মিশিয়ে মধু যোগ করুন। একটি ঘন পেস্ট তৈরি হবে। এটি মুখে লাগালে ঘা উপশম হয়। 

supari1

কৃমি দূর করে 

পেটে কৃমির সমস্যা হলে, নিয়মিত সুপারি খেতে পারেন। এতে এমন কিছু উপাদান আছে যা কৃমি দূর করতে সাহায্য করে। তবে শিশুদের এটি দেওয়া যাবে না। কেবল প্রাপ্ত বয়স্করা এই উপায়ে কৃমির সমস্যা কমাতে পারেন। 


বিজ্ঞাপন


বমি ভাব দূর করে 

চলন্ত গাড়িতে উঠলেই অনেকের বমি পায়। এই সমস্যা থেকে বাঁচতে সুপারি খেতে পারেন। সুপারি, হলুদ আর সামান্য চিনি একসঙ্গে মিশিয়ে খান। বমিভাব দূর হবে। 

supari2

দাঁতে ব্যথা কমায় 

ঠান্ডা লাগলে অনেকের দাঁতের গোড়ায় ব্যথা হয়। বিশেষত শীতে এই সমস্যা অতিরিক্ত বেড়ে যায়। ঠান্ডা কিছু খেলেও এই সমস্যা দেখা দেয়। এক্ষেত্রে সুপারি গুঁড়ো করে ওই ব্যথার জায়গায় চেপে রাখুন। এতে দাঁতের গোড়ার ব্যথা কমবে।

মলদ্বারের প্রদাহ দূর করে 

কৃমি বা অন্য কোনো সংক্রমণের কারণে অনেকেরই মলদ্বারে প্রদাহ হয়, চুলকায়। এই সমস্যা দূর করতে সুপারি গুঁড়ো করে মলদ্বারে লাগান। সমস্যা কমতে পারে।

supari3

তবে বেশি পরিমাণ সুপারি খাওয়া উচিত নয়। এতে অনেক স্বাস্থ্য জটিলতা দেখা দিতে পারে। দীর্ঘদিন ধরে অতিরিক্ত পরিমাণে সুপারি খেলে মুখে ক্যানসার হওয়ার আশঙ্কা থাকে। তাই এটি খেতে হবে প্রয়োজন বুঝে এবং পরিমিত পরিমাণে। 

এনএম

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর