রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ঘরোয়া উপায়

হাত পুড়ে গেলে কী করা উচিত? 

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ১২ নভেম্বর ২০২৩, ০৩:৩৫ পিএম

শেয়ার করুন:

hand burning

রান্নাঘরে কাজ করতে গেলে অসাবধানতাবসত অনেকসময় হাত পুড়তে পারে। চিকিৎসকদের মতে, হাত পুড়লে সবার আগে ক্ষতস্থানে ঠান্ডা পানি দিতে হবে। বরফ পানি দিতে পারলে আরও ভালো। তবে ভুলেও বরফ দেওয়া চলবে না। এতে শরীরের তাপমাত্রার ভারসাম্য রক্ষা করা যায় না। 

আগুনে হাত পুড়লে প্রাথমিক চিকিৎসা হিসেবে কী করবেন? চলুন জেনে নিই- 


বিজ্ঞাপন


burn3

মলম দিন 

হাতের কাছে সবসময় সিলভার সালফার ডায়োজিন বা ন্যানো সালফার জাতীয় মলম মজুত রাখুন। অল্প পুড়লে কিছুক্ষণ ক্ষতস্থানে ঠান্ডা পানি দেওয়ার পর মলম লাগিয়ে নিন। এর ওপর গজ কাপড় বেঁধে নিন। 

পেইন কিলার 


বিজ্ঞাপন


বেশি পুড়ে গেলে পুড়ে যাওয়া স্থানে তীব্র যন্ত্রণা হতে পারে। এমনটা হলে প্যারাসিটামল জাতীয় ওষুধ খেয়ে নিন। 

burn2

ডিমের সাদা অংশ 

ঘরে বার্না, বার্নসিল, সিলক্রিম ইত্যাদি যদি না থাকে তবে প্রাথমিক চিকিৎসা হিসেবে ব্যবহার করতে পারেন ডিমের সাদা অংশ। এতে সাময়িক স্বস্তি মিলবে। 

যা করবেন না 

পোড়া স্থানে তেলজাতীয় পদার্থ মালিশ করা যাবে না। এতে ক্ষতি হতে পারে। খালি হাত দিয়ে ঘষা থেকে বিরত থাকুন। ফোসকা পড়লে সেটি গলানো যাবে না।

burn4

ঘরোয়া টোটকায় লাভ না হলে কিংবা বেশি পুড়ে গেলে দেরি না করে চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করুন। এতে ক্ষতির পরিমাণ কমবে। 

এনএম

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর