মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

চুল পেকেছে ত্রিশের আগেই, এই পানীয়তেই সমাধান 

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ১১ নভেম্বর ২০২৩, ০২:০৮ পিএম

শেয়ার করুন:

hair

বয়স এখনো তিরিশের কোঠা পার করেনি। অথচ মাথাভর্তি উঁকি মারছে সাদা চুল। বয়স বাড়লে চুল পাকবে—এটিই স্বাভাবিক। প্রকৃতির নিয়ম। কিন্তু যদি নির্ধারিত সময়ের আগেই চুলে অকালপক্বতা দেখা দেয় তবে তা অস্বস্তির কারণ হতে পারে। 

চুল পাকার বিষয়টি কিছুটা বংশগত। তবে পুরোটা নয়। অত্যধিক কাজের চাপ, মানসিক উদ্বেগ, চিন্তা, অতিরিক্ত খাবার খাওয়া ইত্যাদি কারণে কম বয়সে চুল পেকে যায়। 


বিজ্ঞাপন


hair2

কম বয়সে কেন চুল পেকে যাচ্ছে, সেই কারণ খুঁজতে না বসে বরং সমাধানের পথ খুঁজুন। এই সমস্যা থেকে বাঁচতে ভরসা রাখতে পারেন একটি জাদুকরি পানীয়তে। এই পানীয় চুলের রঙ তো ফেরাবেই। সেসঙ্গে যত্ন নেবে চুলের। কী সেই পানীয়? কী ভাবেই বা বানাবেন? চলুন জানা যাক- 

এই পানীয় তৈরি করতে যেসব উপকরণ লাগবে

তিসির বীজ- ১ কাপ
পাতিলেবু- ৫টি
রসুন- ৫ কোয়া
মধু- ১ কাপ


বিজ্ঞাপন


juice

প্রণালি

সবগুলো উপকরণ একসঙ্গে মিশিয়ে ব্লেন্ড করে নিন। মিশ্রণটি একটি কাচের বোতলে ভরে রাখুন। রোজ দু’বেলা খাওয়ার ঘণ্টাখানেক আগে এক চামচ করে এই পানীয় খান। নিয়মিত খেলে সুফল পাবেন। এই পানীয় খেলে চুলে সহজে পাক ধরতে পারবে না। 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর