সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

করলার সঙ্গে এসব খাবার খেলেই বিপদ! 

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ২১ অক্টোবর ২০২৩, ০২:৪৭ পিএম

শেয়ার করুন:

bitter gourd

পুষ্টিকর একটি সবজি করলা। নিঃসন্দেহে এর একাধিক উপকারিতা রয়েছে। চিকিৎসকদের মতে, নিয়মিত করলা খেলে ডায়াবেটিসসহ নানা রোগ এড়ানো সম্ভব হয়। তবে এমন কিছু খাবার রয়েছে যা করলার সঙ্গে খেলে লাভের বদলে ক্ষতি হয় বেশি। 

বিশেষজ্ঞদের মতে, করলা কিছু জিনিসের সঙ্গে খাওয়া একেবারেই উচিত নয়। এসব খাবারের সঙ্গে করলা খেলে ক্ষতি হয়। চলুন এই খাবারগুলো কী তা জানা যাক- 


বিজ্ঞাপন


bitter1

করলা ও দুধ 

করলাতে এমন কিছু যৌগ রয়েছে যা দুধে উপস্থিত প্রোটিনের সঙ্গে বিক্রিয়া করতে পারে। তাই করলা আর দুধ একসঙ্গে বা কাছাকাছি সময়ে খেলে পেট খারাপ হতে পারে। এছাড়া, দেখা দিতে পারে কোষ্ঠকাঠিন্য, ডায়রিয়া ও পেট ব্যথার মতো সমস্যা। 

করলা ও আম 


বিজ্ঞাপন


করলা এবং আম একসঙ্গে খেলে অ্যাসিডিটি, বমি বমি ভাব এবং বমির মতো সমস্যা হতে পারে। তাই এই দুটি খাবার একসঙ্গে না খাওয়াই ভালো। 

bitter2

করলা ও মূলা

শরীরের ওপর করলা ও মূলার আলাদা প্রভাব রয়েছে। এই দুটো সবজি একসঙ্গে খেলে পেট খারাপ হতে পারে। এটি কোষ্ঠকাঠিন্য, ডায়রিয়া, পেটে ব্যথার মতো সমস্যারও কারণ হতে পারে।

করলা ও ঢেঁড়স 

এই দুটো সবজিই হজম হতে বেশি সময় লাগে। করলা ও ঢেঁড়স একসঙ্গে খেলে পেট খারাপ হতে পারে। এটি কোষ্ঠকাঠিন্য, ডায়রিয়া কিংবা পেটে ব্যথার মতো সমস্যা হতে পারে।

bitter3

করলা ও দই 

করলা সঙ্গে দই খাবেন না। এটি পেটের সমস্যার কারণ হতে পারে। দুটি খাবার কাছাকাছি সময়ে খাবেন না। 

এনএম

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর