অতিরিক্ত ফাস্টফুড খাওয়া, অনিয়ন্ত্রিত জীবনযাপন, মাত্রাতিরিক্ত মানসিক চাপসহ নানা কারণে রোজই বাড়ছে হৃদরোগীর সংখ্যা। পুরুষদের এই রোগের ঝুঁকি বেশি থাকলেও নারীরা ঝুঁকিমুক্ত নন। পরিসংখ্যান বলছে, অধিকাংশ ক্ষেত্রে নারীদের হৃদরোগ যখন ধরা পড়ে তখন অনেক দেরি হয়ে যায়।
পুরুষ ও নারী ভেদে হৃদরোগের লক্ষণ ভিন্ন হয়। তাই এসব লক্ষণ নিয়ে শুরু থেকেই সচেতন হওয়া জরুরি। নারীদের হৃদরোগের কিছু লক্ষণ জানুন-
বিজ্ঞাপন

অতিরিক্ত শারীরিক দুর্বলতা
হৃদরোগের অন্যতম লক্ষণ অতিরিক্ত শারীরিক দুর্বলতা। পরিশ্রমের কারণে শরীর দুর্বল হতে পারে। কিন্তু এমন যদি হয় যে সবসময়ই দুর্বল লাগে তবে সতর্ক হওয়া উচিত। পর্যাপ্ত ঘুম, বিশ্রাম, সঠিক সময়ে খাওয়াদাওয়ার পরও দুর্বল লাগলে চিকিৎসকের পরামর্শ নিন।
হজমে গোলমাল
বিজ্ঞাপন
ঘন ঘন হজমের গোলমাল হওয়া হার্ট অ্যাটাকের পূর্ব লক্ষণ হতে পারে। গ্যাস্ট্রিকে সমস্যা অনেকেরই রয়েছে। তবে এই সমস্যা যদি জাঁকিয়ে বসে তবে অবহেলা করবেন না। চিকিৎসকের পরামর্শ নিন।
শ্বাসকষ্ট
সিঁড়ি বেয়ে উঠলে বা কোনো ভারী কাজ করলে শ্বাসকষ্টের সমস্যা হয় অনেকেরই। কিন্তু নিশ্বাস নিতে কি মাঝেমধ্যে কষ্ট হয় আপনার? এমনটা হওয়া হৃদরোগের অন্যতম কারণ। শ্বাসকষ্টের সমস্যা থাকলে চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করুন।
বুক চিনচিন করা
সবসময় বুকে চিনচিনে ব্যথা আর অস্বস্তি হয়? এই লক্ষণ দেখা দিলে একদমই ফেলে রাখবেন না। বুকে অস্বস্তির পেছনে হৃদরোগ দায়ী হতে পারে। তাই এমনটা হলে চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করুন।

অনিদ্রা
হৃদরোগের অন্যতম একটি লক্ষণ অনিদ্রা। অনেকেই ঘুম না আসার সমস্যায় ভোগেন। তবে সেই সমস্যার নেপথ্যে হৃদরোগ আছে কি না, তা জানতে চিকিৎসকের কাছে যাওয়াই শ্রেয়।
এনএম

