বুধবার, ১৭ এপ্রিল, ২০২৪, ঢাকা

রান্নাঘরের বন্ধ সিঙ্ক খুলবে ৩ উপায়ে

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ১৯ এপ্রিল ২০২২, ১২:১৭ পিএম

শেয়ার করুন:

রান্নাঘরের বন্ধ সিঙ্ক খুলবে ৩ উপায়ে

নারীর দৈনন্দিন জীবনে একটি বড় সময় কাটে রান্নাঘরে। কাটাকাটি, রান্নাবান্না, রান্নাঘর গোছানো- সব মিলিয়ে অনেক সময় লেগে যায়। এর মধ্যে যদি রান্নাঘরের সিঙ্ক বন্ধ হয়ে যায় তাহলে পড়তে হয় বিপদে। নানা কারণে সিঙ্ক বন্ধ হতে পারে। খাবারের উচ্ছিষ্ট, চুল, চর্বি ইত্যাদি জমাট বেঁধে সাধারণত সিঙ্ক বন্ধ হয়। ঘরোয়া তিনটি উপায় কাজে লাগিয়ে এই সমস্যা থেকে সহজে মুক্তি পেতে পারেন। 

sinkভিনেগার ও বেকিং সোডা 


বিজ্ঞাপন


ঘরে থাকা এই উপাদানটি বন্ধ সিঙ্ক খুলতে দারুণ কাজ করে। প্রথমে সিঙ্কের মুখের বেকিং সোডা ঢালুন। এবার ঢেলে দিন ভিনেগার। বেকিং সোডা আর সিঙ্ক মিলে বুদবুদ সৃষ্টি হবে। এসময় সিঙ্কের মুখ ঢাকনা দিয়ে বন্ধ করে দিন। জমে থাকা পানি ও ময়লা পরিষ্কার হয়ে যাবে। 

ফুটন্ত গরম পানি 

সিঙ্ক পরিষ্কারের সবচেয়ে সহজ উপায় হলো ফুটন্ত গরম পানি ঢেলে দেওয়া। কয়েক দফায় গরম পানি ঢেলে দিন সিঙ্কের মুখে। ধীরে ধীরে ময়লা নরম হয়ে নিচে নেমে যাবে। 

sinkলবণ ও গরম পানি 


বিজ্ঞাপন


সিঙ্কের মুখ পরিষ্কার করতে গরম পানির বিকল্প নেই। তবে এর সঙ্গে লবণ মিশিয়ে নিলে আরও বেশি কার্যকর হবে। এক কেটলি গরম পানিতে দুই চামচ লবণ মিশিয়ে সিঙ্কের মুখে অল্প অল্প করে ঢালুন। জমে থাকা ময়লা ধীরে ধীরে পরিষ্কার হয়ে যাবে। 

এসব ঘরোয়া টোটকা কাজে লাগিয়েও যদি সিঙ্কের জ্যাম ঠিক না হয়, তাহলে একজন স্যানিটারি মিস্ত্রি ঢাকুন। 

এনএম

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর