রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

বুক ধড়ফড় করে কেন, কী করবেন? 

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর ২০২৩, ০৪:৩২ পিএম

শেয়ার করুন:

Irregular Heartbeat
ছবি: প্রতীকী

আমাদের হৃদস্পন্দন বা হার্টবিটের একটি নির্দিষ্ট ছন্দ আছে। ঘড়ির সঙ্গে তাল মিলিয়ে এই হার্টবিট চলে। একজন সুস্থ-স্বাভাবিক মানুষের হার্টবিট মিনিটে ৬০-১০০ এর মধ্যে থাকে। এই মাত্রার হেরফের হলে দেখা দেয় অনিয়মিত হৃদস্পন্দের সমস্যা। চিকিৎসা বিজ্ঞানের পরিভাষায় একে কার্ডিয়াক অ্যারিদমিয়া বলে। 

অতিরিক্ত কায়িক পরিশ্রম করলে কিংবা ভারী জিনিস নাড়াচাড়া করলে হাঁপিয়ে যাওয়া কিংবা বুক ধড়ফড় করা সমস্যা হওয়া স্বাভাবিক। কিন্তু কোনো কারণ ছাড়াই যদি প্রায় দিনই বুক ধড়ফড় করে, তবে এর সঙ্গে গুরুতর কোনো শারীরিক সমস্যার সংযোগ থাকতে পারেন। 


বিজ্ঞাপন


heart2

হৃদযন্ত্র ছন্দময় গতিতে স্পন্দিত হয় সারাক্ষণ। এই স্পন্দন আমরা সাধারণত টের পাই না। কিন্তু কেউ যদি স্পষ্টভাবে এই স্পন্দন টের পায় তখন একে প্যালপিটেশন বা বুক ধড়ফড় করছে বলা হয়।

বুক ধড়ফড় করে কেন? 

নানা কারণেই বুক ধড়ফড় করতে পারে। এটা ঠিক যে বুক ধড়ফড় করা অর্থাৎ হৃৎস্পন্দন বেড়ে যাওয়ার অন্যতম প্রধান কারণ হৃদরোগ। বে বুক ধড়ফড় করা মানেই যে হৃদরোগ, তা–ও সব সময় ঠিক নয়।


বিজ্ঞাপন


heart3

চিকিৎসকদের মতে থাইরয়েডের সমস্যা, ডায়াবেটিক রোগীর রক্তে শর্করা কমে যাওয়া, যেকোনো ধরনের ভয়, রক্তশূন্যতা, শারীরিক দুর্বলতা, উদ্বেগ-উৎকণ্ঠা, নেশাজাতীয় দ্রব্য গ্রহণ ইত্যাদি কারণে এই সমস্যা হতে পারে। আবার অ্যামলোডিপিন, অ্যামিট্রিপটাইলিন, থাইরক্সিন ইত্যাদি ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়ার কারণেও বুক ধড়ফড় করে। 

বুক ধড়ফড় কমাতে করণীয় 

চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ খাওয়া এবং জীবনযাপনে কিছু পরিবর্তন আনার মাধ্যমে এই সমস্যা নিয়ন্ত্রণে রাখা যেতে পারে। চলুন জেনে নিই বিস্তারিত- 

exrecise

নিয়মিত শরীরচর্চা

কাজের চাপে বেশি সময় না পেলেও দিনে অন্তত আধাঘণ্টা সময় ব্যয় করুন ব্যায়ামের পেছনে। সামান্য হাঁটাহাঁটি, হালকা যোগাসন করুন। এতে অনিয়মিত হৃদস্পন্দন-সহ হার্টের অনেক সমস্যাই নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে। 

মানসিক চাপ নিয়ন্ত্রণ

সুস্থ থাকতে চাইলে শরীরের পাশাপাশি যত্ন নিতে হবে মনেরও। রোজকার কাজের চাপ মনে প্রভাব ফেলে। যা থেকে অনিয়মিত হৃদস্পন্দনের সমস্যা দেখা যায়। তাই মানসিক চাপ মুক্ত থাকার চেষ্টা করুন। 

weight

ওজন নিয়ন্ত্রণ

বয়স ও শরীরের উচ্চতা অনুযায়ী দেহের ওজন নিয়ন্ত্রণ করা জরুরি। অনেকসময় ওজন বেশি হলেও বুক ধড়ফড়ানির সমস্যা বেড়ে যেতে পারে। বাড়তি ওজন থাকলে রক্তে কোলেস্টেরল, ডায়াবেটিসের মতো সমস্যাও বৃদ্ধি পেতে পারে।

পর্যাপ্ত ঘুম

সুস্থ থাকতে প্রতিদিন ৭ থেকে ৮ ঘণ্টা ঘুম জরুরি। অনিয়মিত হৃদ‌স্পন্দনের সমস্যা অত্যধিক হারে বেড়ে যেতে পারে ঘুমের অভাবে। তাই পর্যাপ্ত ঘুমান। 

এসবের পাশাপাশি দৈনিক প্রচুর পানি পান করুন। এতে বুক ধড়ফড়ের সমস্যা কমবে। 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর