সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

আজ স্ত্রীর প্রশংসা করেছেন তো? 

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর ২০২৩, ১১:৫৪ এএম

শেয়ার করুন:

আজ স্ত্রীর প্রশংসা করেছেন তো? 
ছবি: প্রতীকী

সংসার— শব্দটির সঙ্গে প্রাথমিকভাবে জড়িয়ে থাকেন দুজন। স্বামী আর স্ত্রী। একসময় বলা হতো, ‘সংসার সুখের হয় রমণীর গুণে’। এখন আর এই প্রবাদ পুরোপুরি মানা হয় না। বরং সংসার স্বামী-স্ত্রী দুজনের সমান গুণেই সুন্দর হয়। দুজনের সমান ত্যাগ, ইচ্ছা আর ভালোবাসা দিয়েই সাজাতে হয় ছোট্ট নীড়। 

তবু সুন্দর, সুষ্ঠু, আদর্শ পরিবার গড়ে ওঠার পেছনে স্ত্রীর ভূমিকা খানিকটা বেশিই বলা যায়। নিজের সর্বোচ্চ ত্যাগ করে পরম মমতায় পরিবারকে আগলে রাখেন তিনি। সামলে নেন শ্বশুরবাড়ির মানুষ থেকে শুরু করে স্বামী, সন্তান সবাইকে। 
family2


বিজ্ঞাপন


একজন ত্যাগী স্ত্রী যখন স্বামীর প্রশংসা বা উৎসাহ পান তখন তার মন মুহূর্তেই উৎফুল্ল হয়ে ওঠে। সংসারের কাজে বাড়ে আগ্রহ। আপনার স্ত্রী নিশ্চয়ই সংসারের জন্য কোনো না কোনো দিক থেকে পরিশ্রম করছেন, সবাইকে ভালোবাসছেন। তার এই ত্যাগ মেনে আজ প্রশংসা করতে পারেন। 

 

হ্যাঁ, যেকোনো দিনই প্রশংসা করা যায়। তবে আজ একটি বিশেষ দিন। স্ত্রীর প্রশংসা করার দিন। ইংরেজিতে যাকে বলে ‘ওয়াইফ অ্যাপ্রিসিয়েশন ডে’।
family3


বিজ্ঞাপন


দিবসটি আমাদের দেশে খুব একটা পরিচিত নয়। মূলত এটি যুক্তরাষ্ট্রে পালিত হয়। প্রতিবছর সেপ্টেম্বর মাসের তৃতীয় রোববার এই দিবস পালন করা হয়। ২০০৬ সালে দেশটিতে প্রথম দিবসটি উদযাপিত হয়। তারপর থেকে এটি অনেক দেশে পালিত হয়ে আসছে।

 পরিবারের সবদিক সুনিপুণভাবে দেখভাল করে থাকেন যে মানুষটি তিনি স্ত্রী। আর তাই প্রশংসার দাবিদার তিনি। আজকের দিনই বেছে নিতে পারেন স্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে। তার জন্য যে খুব বেশি কিছু করতে হবে এমন নয়। ভালোবেসে জড়িয়ে ধরে বলতে পারেন, ‘তুমি সংসারের জন্য অনেক করো, ধন্যবাদ তোমাকে। ভালোবাসি।’ কিংবা কপালে চুমু দিয়ে জানাতে পারেন ভালোবাসার কথা। 
family5

 

অনেক স্বামীই আছে, যারা স্ত্রীর প্রশংসা করতে কার্পণ্য করেন, খুঁত খুঁজে বেড়ান। একটু এদিক-সেদিক হলেই কথা শুনিয়ে দেন। সমীক্ষা বলছে, এমন সংসারে পারিবারিক অশান্তি লেগেই থাকে।

 দুঃসময়ে প্রথম যে মানুষটি পাশে দাঁড়ায়, চরম সিদ্ধান্তিহীনতায় যে ব্যক্তিটি একটি লক্ষ্যে স্থির রাখতে সাহায্য করে, তিনিই স্ত্রী। হতাশ হয়ে পড়লে তিনি ভরসা দেন পাশে থাকার। স্বামীর কঠোর পরিশ্রমের অনুপ্রেরণা একজন স্ত্রী। সারাদিনের ব্যস্ততা শেষে স্বস্তি নিয়ে আসেন স্ত্রীই। 
family4

 

স্ত্রীকে ভালোবাসুন। ভালোবাসা প্রকাশ করুন। আজকের দিনে তার হাতে তুলে দিন একগুচ্ছ ফুল কিংবা অন্য কোনো উপহার। ঘুরতে চলে যান কোথাও। কিংবা পছন্দের খাবারের ট্রিট দিন। ব্যস্ততার কারণে কিছুই সম্ভব না হলে অন্তত ছোট্ট একটি ম্যাসেজ বা কলে ভালোবাসার কথা জানান। 

এনএম

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর