শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ঢাকা

চিড়া-কলার লাচ্ছি: ইফতারে দ্রুত শক্তি জোগায় 

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ১৮ এপ্রিল ২০২২, ০৯:৫৫ এএম

শেয়ার করুন:

চিড়া-কলার লাচ্ছি: ইফতারে দ্রুত শক্তি জোগায় 

ইফতারে প্রশান্তি পেতে লাচ্ছির জুড়ি নেই। সাধারণত লাচ্ছি বলতে আমরা দই দিয়ে তৈরি পানীয়কে বুঝি। স্বাদে বৈচিত্র্য আনতে তৈরি করতে পারেন কলা ও চিড়ার লাচ্ছি। মজার এই লাচ্ছি অনেকটা স্মুদির মতো লাগবে।

চলুন জেনে নেওয়া যাক কীভাবে তৈরি করবেন কলা চিড়ার লাচ্ছি। 


বিজ্ঞাপন


chiraউপকরণ 

চিড়া-এক কাপ 
দুধ-এক কাপ (জ্বাল দিয়ে ঠান্ডা করা) 
পাকা কলা-একটি 
মধু-২ টেবিল চামচলবণ-এক চিমটি 
বরফ কিউব-প্রয়োজনমতো 
চিনি-স্বাদমতো 
বাদাম কুচি-ইচ্ছা 

chiraপ্রণালি 

চিড়া, দুধ, কলা, মধু, লবণ, চিনি একসঙ্গে ব্লেন্ড করে নিন। গ্লাসে ঢেলে বরফ কিউব মেশান। অল্প পরিমাণ বাদাম কুচি ছড়িয়ে পরিবেশন করুন। 


বিজ্ঞাপন


চিড়া-কলার লাচ্ছিতে ব্যবহৃত সব উপাদান স্বাস্থ্যকর। এটি পান করলে শরীরে মিলবে পুষ্টি। সেসঙ্গে দ্রুত মিলবে শক্তি। 

এনএম

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর