সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

সামনে বিয়ে? গোসলের আগে মাখুন বেসনের ৩ প্যাক

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ৩১ আগস্ট ২০২৩, ০১:০০ পিএম

শেয়ার করুন:

beauty tips

একেক জনের ত্বকের একেক রকম সমস্যা। কারো মুখ ব্রণে ভরে যাচ্ছে। আবার কেউ অতিষ্ঠ র‍্যাশের জ্বালায়। কমবয়সী থেকে শুরু করে মধ্যবয়সী—সবারই ত্বকের কোনো না কোনো সমস্যা রয়েছে। অনেকেই এসব সমস্যা থেকে বাঁচতে বাজারচলিত প্রসাধনীতে ভরসা রাখেন। এতে সাময়িক সমাধান মিললেও দীর্ঘস্থায়ী সমাধান হয় না। 

সামনেই কি বিয়ের পরিকল্পনা আছে? কম সময়ে ত্বকের সমস্যা সমাধানে পার্লারে না গিয়ে কিছু ঘরোয়া উপায় কাজে লাগাতে পারেন। ত্বকের জন্য উপকারি একটি উপাদান বেসন। কীভাবে এটি ব্যবহার করবেন জানুন- 


বিজ্ঞাপন


besan

বেসন ও হলুদের স্ক্রাব

২ টেবিল চামচ বেসনের সঙ্গে আধ চা চামচ হলুদের গুঁড়ো এবং টক দই ভালো করে মেশান। গোসলের আগে সারা গায়ে এই মিশ্রণ মেখে নিন। কিছুক্ষণ রেখে উষ্ণ গরম জলে ধুয়ে ফেলুন।

বেসন ও মধুর স্ক্রাব


বিজ্ঞাপন


২ টেবিল চামচ বেসনের সঙ্গে মেশান ১ টেবিল মধু এবং লেবুর রস। ঘন মিশ্রণ তৈরি করুন। গোসলের আগে সারা গায়ে এই মিশ্রণ মেখে নিন। স্পর্শকাতর ত্বক হলে মুখে মাখার দরকার নেই। কিছুক্ষণ রেখে উষ্ণ গরম পানিতে ধুয়ে ফেলুন।

besan

বেসন ও শসার স্ক্রাব

অর্ধেক শসা ভালো করে ব্লেন্ডারে পেস্ট করে নিন। এর সঙ্গে মেশান ২ টেবিল চামচ বেসন। মুখে, হাতে মাখুন। চাইলে পুরো শরীরেই মাখতে পারেন এই মিশ্রণ। গোসলের কিছুক্ষণ আগে মাখুন। ২০ মিনিট অপেক্ষা করে উষ্ণ পানিতে ধুয়ে ফেলুন।

ত্বকের জন্য ভীষণ উপকারি বেসন। নিয়মিত এই প্যাকগুলো ব্যবহারে পাবেন জেল্লাদার মসৃণ ত্বক। 

এনএম

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর