শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ঢাকা

এসি বেশি ঠান্ডা হাওয়া দেবে মানলে যেসব নিয়ম

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ১৬ এপ্রিল ২০২২, ০৮:২৮ এএম

শেয়ার করুন:

এসি বেশি ঠান্ডা হাওয়া দেবে মানলে যেসব নিয়ম

তাপমাত্রা দিন দিন বেড়েই চলছে। গরম থেকে বাঁচতে অনেকেই ভরসা রাখেন এয়ার কন্ডিশনিং মেশিনে (এসি)। বেশি ঠান্ডা পেতে এসির মাত্রা অনেকে কমিয়ে দেন। এতে শরীরের ক্ষতি হয়। বাড়ে বৈদ্যুতিক বিল। চাইলে ছোট কিছু কৌশল কাজে লাগাতে পারেন। যার ফলে আরও বেশি ঠান্ডা হাওয়া দেবে এসি। 

আধুনিক এসিতে থাকা নানা ধরনের কুলিং মোড। এসি কেনার সময় খেয়াল রাখুন তাতে কুলিং মোড রয়েছে কিনা। 


বিজ্ঞাপন


এসির ফিল্টার সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। সপ্তাহে দুবার এটি করা উচিত। ফিল্টারে ময়লা জমলে ঠিকমতো ঠান্ডা হাওয়া বের হয় না।

ac এসি চালানোর সময় খেয়াল রাখুন, ঘরের সব দরজা-জানালা বন্ধ রয়েছে কিনা। ঘরের কোথাও যেন কোন ফাঁক না থাকে। তাহলে এসি বেশি বাতাস দেবে। 

যেসব ঘরে সূর্যের আলো সরাসরি এসে পড়ে সেসব ঘরে এসি থেকে ঠান্ডা বাতাস বের হতে একটু বেশি লাগে। তাই ঘরে যেন সূর্যের আলো সরাসরি না আসে সেই ব্যবস্থা করুন। 

এসির কেনার আগে ঘরের দৈর্ঘ্য প্রস্থ মেপে নিন। নির্দিষ্ট মাপের ঘরের জন্য নির্দিষ্ট টনের এসি কেনা উচিত। 


বিজ্ঞাপন


acকেবল আকার নয়, একটি ঘরে কত জন মানুষ রয়েছে তার ওপরও ঠান্ডা হাওয়ার বিষয়টি নির্ভর করে। এক ঘরে অনেক লোক থাকলে ঘর ঠান্ডা করতে এসি একটু বেশি সময় নেয়। 

এসির আউটডোর ইউনিটকেও সূর্যের আলো থেকে আড়ালে লাগবে। সূর্যের আলো আউটডোর ইউনিটে সরাসরি এসে পড়লে ঘর ঠান্ডা হতে বেশি সময় লাগে। শেডের নিচে এটি রাখা ভালো। 

এখন থেকে ছোটোখাটো এই বিষয়গুলো খেয়াল রাখুন। এসি আরও বেশি ঠান্ডা বাতাস দেবে। 

এনএম

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর