আরামের কথা চিন্তা করলে সুতি পোশাকের বিকল্প নেই। ঘরে বেশিরভাগ মানুষই তাই সুতি জামা-কাপড় বা শাড়ি পরেন। সমস্যা হলো বাইরে বের হওয়ার সময় মাড় দেওয়া, পাটভাঙা পোশাক পরা চাই। কড়কড়ে পোশাকের জন্য সবচেয়ে সহজলভ্য উপাদান হলো ভাতের মাড়। কিন্তু পোশাক শুকানোর পর বিচ্ছিরি গন্ধ বের হয় এটি ব্যবহারে।
আর তাই অনেকেই ভাতের মাড় ব্যবহার করতে চান না। আবার অনেকসময় ভাতের মাড়ও থাকে না। এক্ষেত্রে অনেকে অ্যারারুট ব্যবহার করেন। তবে আরও কিছু উপাদান রয়েছে যা মাড়ের বদলে পোশাকে ব্যবহার করা যায়। চলুন জেনে নিই বিস্তারিত-
বিজ্ঞাপন

আঠা
লিকুইড আঠা ব্যবহার করতে পারেন ভাতের মাড়ের বদলে। ৫০০ মিলিলিটার পানিতে ১ টেবিল চামচ আঠা ভালো করে গুলে নিন। খেয়াল রাখবেন যেন কোনোভাবেই আঠার অবশিষ্ট অংশ পানিতে না ভাসে।
এরপর যে শাড়ি বা পোশাকে মাড় দেবেন, সেটি ওই মিশ্রণে ডুবিয়ে রাখুন। দুই মিনিট রেখে নিঙড়ে রোদে শুকাতে দিন।
বিজ্ঞাপন

আলুসেদ্ধ করা পানি
আলুর খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিন। তারপর একটি পাত্রে পরিষ্কার পানি দিয়ে আলু সেদ্ধ হতে দিন। আলু পুরো সেদ্ধ হয়ে এলে সাবধানে জল থেকে আলুগুলি তুলে অন্যত্র সরিয়ে রাখুন। এই আলু দিয়ে ভর্তাও বানাতে পারবেন চাইলে। এবার আলু সেদ্ধ করা পানি ঠান্ডা করুন। মাড় হিসেবে এই পানি ব্যবহার করুন।
তবে মাড় দেওয়ার পর ছায়ায় পোশাক শুকোতে দেওয়া যাবে না। তাহলে মাড় ধরবে না।

ময়দা
গরম পানিতে ময়দা ভালো করে ফুটিয়ে ঘন মিশ্রণ তৈরি করুন। শাড়িতে কতটা মাড় চান, সেই অনুযায়ী মিশ্রণ ঘন করতে হবে। ঠান্ডা হলে মাড় হিসেবে এই মিশ্রণ ব্যবহার করতে পারবেন। তবে মাড় দেওয়ার পর পোশাক রোদে শুকোতে দিতে হবে।

