সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

টিপস

ইঁদুর তাড়ানোর ঘরোয়া উপায় 

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ১৫ আগস্ট ২০২৩, ০১:৫২ পিএম

শেয়ার করুন:

ইঁদুর তাড়ানোর ঘরোয়া উপায় 

রাতে আঁধার নামলেই শুরু হয় তাদের দৌরাত্ম্য। রান্নাঘর থেকে শুরু করে পুরো ঘরে দাপিয়ে বেড়ায় এরা। বলছি বিরক্তিকর প্রাণী ইঁদুরের কথা। ইঁদুর থেকে বাঁচতে বিষ, আঠা আর ইঁদুরের কলই ভরসা হয়ে দাঁড়ায়। তবে অনেকেই এই বিকল্পগুলো অনেকেই ব্যবহার করতে চান না। তাহলে উপায়? 

ইঁদুর তাড়ানোর উপায় লুকিয়ে আছে আমাদের ঘরেই। কিছু উপাদান রয়েছে যা ইঁদুর একদমই পছন্দ করে না। এগুলো দিয়েই প্রাণীটিকেই তাড়ানো যায়। চলুন জেনে নিই বিস্তারিত- 


বিজ্ঞাপন


oil

পেপারমিন্ট অয়েল

পেপারমিন্টের গন্ধ একদমই পছন্দ নয় ইঁদুরের। তাই তাদের জব্দ করতে এই উপাদানটি কাজে লাগাতে পারেন। বাড়ির যেসব স্থানে ইঁদুরের আনাগোনা বেশি সেখানে পেপারমিন্ট অয়েল স্প্রে করুন। ঘর ছেড়ে পালাবে সব ইঁদুর। 

ফিটকিরি 


বিজ্ঞাপন


ফিটকিরির গন্ধও পছন্দ করে না ইঁদুর। ফিটকিরি গুঁড়া করে যেসব স্থানে ইঁদুরের উপদ্রব বেশি সেখানে ছিটিয়ে নিন। পাশাপাশি ফিটকিরি মেশানো পানিও স্প্রে করতে পারেন। 

pepper

মরিচ গুঁড়া 

ইঁদুর তাড়ানোর জন্য মরিচ গুঁড়াও বেশ উপকারী। ঘরের যেসব জায়গায় ইঁদুরের আনাগোনা বেশি, সেখানে মরিচ গুঁড়া বা তার মিশ্রণ ছিটিয়ে দিন। তবে এটি ব্যবহার করার আগে হাতে গ্লাভস আর চোখে চশমা পরে নেওয়া আবশ্যক।

কর্পূর

কাপড়ের ভাঁজে রাখা কর্পূর ইঁদুর তাড়াতে পারে। এজন্য ইঁদুরের উপদ্রুত স্থানে কর্পূরের টুকরো রেখে দিতে হবে। কর্পূরের তীব্র গন্ধে একেবারে দমবন্ধ হয়ে আসে ইঁদুরদের। এই প্রাণীর উপদ্রব কমানোর ক্ষেত্রে কর্পূরকে সেরা বিকল্প বলা যেতে পারে।

tobacco

তামাক

আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হলেও ইঁদুরের যন্ত্রণা থেকে বাঁচতে তামাক ব্যবহার করতে পারেন নিশ্চিন্তে। বেসন বা ময়দার মধ্যে সামান্য ঘি আর তামাক মিশিয়ে ছোট্ট ছোট্ট গোলা তৈরি করুন। তারপরে ঘরে যেখানে ইঁদুরের আনাগোনা বেশি, সেখানে এগুলো রেখে দিন। এক দিনের মধ্যেই ঘর থেকে পালাবে ইঁদুর।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর