আধুনিক জীবনে ইন্টারনেট আমাদের জন্য অতি জরুরি বিষয়। রোজই কিছু না কিছুর খোঁজ করি এখানে। তবে অনেকসময় সার্চ করলে কিছুই দেখায় না। স্ক্রিনে ভেসে একটি লেখা। যাতে লেখা রয়েছে ‘Error 404’। এই কথাটির অর্থ কী জানেন? কেনইবা এরর বা ত্রুটি বোঝাতে ৪০৪ সংখ্যাকেই বেছে নেওয়া হয়েছে?
মূলত Error 404 একটি HTTP স্থিতি কোড। একটি ওয়েব সার্ভারের মাধ্যমে এই কোডটি পাঠানো হয়। যখন কেউ ইন্টারনেটে কিছু অনুসন্ধান করেন, তখন তার অনুরোধটি ওয়েব সার্ভারে যায়। সেখান থেকে তাকে তার প্রয়োজনীয় বিষয়টির উত্তর দেওয়া হয় কিংবা তার কাছাকাছি কিছু বিষয়ে তাকে জানানো হয়। কিন্তু যখন এটি হয় না, তখন ওয়েব সার্ভার কম্পিউটার বা স্মার্টফোনে একটি Error 404-এর বার্তা পাঠায়।
বিজ্ঞাপন

কেন দেখায় Error 404?
এই লেখা দেখানোর অনেকগুলো কারণ থাকতে পারেন। এই যেমন, আপনি যে বিষয়টি খুঁজে বের করার চেষ্টা করছেন সেটি হয়তো নেই। কিংবা এমন হতে পারে আপনার দেওয়া ইউআরএল বা ওয়েবসাইটের ঠিকানাটিতে কোনো ভুল আছে বা URLটি তৈরি করতে ভুল হয়েছে।
আবার এমনও হতে পারে, আপনি যে পৃষ্ঠাটি খুঁজে বের করার চেষ্টা করেছেন তা সার্ভার কাজ না করার কারণে খুঁজে পাওয়া যাচ্ছে না। আরেকটি কারণ হতে পারে, যে ডোমেনটিতে প্রবেশ করেছেন সেটির অস্তিত্বই নেই। এছাড়াও, আপনি যে জিনিসটি খুঁজতে চাইছেন সেটি মুছে ফেলা হলে বা সরিয়ে ফেলা হলেও Error 404 দেখায়।
বিজ্ঞাপন

কেন ৪০৪ সংখ্যাটি ব্যবহার করা হয়?
এখন প্রশ্ন হলো কেন শুধু Error 404 দেখায়? ত্রুটি দেখাতে কেন এই সংখ্যাটিই ব্যবহার করা হয়? এই প্রশ্নের কোনো সঠিক উত্তর নেই। তবে অনেক তত্ত্ব আছে। একটি তত্ত্ব হলো, CERN (European Organization for Nuclear Research), মূল ওয়েব সার্ভারের হোম, এই নম্বরের একটি ঘর ছিল। তার নামানুসারে এই নামকরণ করা হয়।
CERN-এ 404 এর অর্থ ভিন্ন 4 হলো বিল্ডিং নম্বর এবং 04 হলো অফিস নম্বর। একটি থিওরি আছে যে CERN-এ 404 রুম নম্বর পাওয়া যায়নি। তাই ইন্টারনেটে কিছু খুঁজে না পাওয়ার জন্য কেউ এর সঙ্গে মিল রেখে Error 404 নাম দিয়েছিল।

কখনো এই সমস্যা দেখা দিলে যদি মনে করেন ভুল ইউআরএল ব্যবহার করেছেন তবে সঠিকটি দিয়ে আবার চেষ্টা করুন। কিংবা পেজটি আবার লোড করার চেষ্টা করতে পারেন।
এনএম

