শরীরের ছোটখাটো সমস্যা অনেকসময় বড় রোগের ইঙ্গিত দেয়। অনেকের পেটের ডানদিকে বুকের পাঁজরের ঠিক নিচেই মাঝেমধ্যে তীব্র ব্যথা হয়। পেটের বামদিকে কিংবা মাঝে ব্যথা হলে অনেকেই তা গ্যাস্ট্রিকের ব্যথা ধরে ওষুধ খেয়ে নেন। সমস্যা হলো, পেটের ডানদিকে ব্যথা হলে অনেকেই বুঝতে পারেন না কেন এমন হচ্ছে?
আমাদের পেটের ডানদিকে লিভারের একটি অংশ থাকে। আদতে লিভার দুটি ভাগে বিভক্ত। যার একটি অংশ থাকে ডানদিকে। এই অংশেই ব্যথা হতে পারে।
বিজ্ঞাপন

বিশেষজ্ঞদের মতে, লিভারে ফ্যাট জমলে কিংবা সংক্রমণ হলে এমন ব্যথা হতে পারে। শরীরের সবচেয়ে বড় অঙ্গ লিভার। তবে এমন সমস্যার পেছনে বিভিন্ন কারণ থাকতে পারে।
অতিরিক্ত ভাজাভুজি ও তেলমশলাযুক্ত খাবার খেলে লিভারের ওপর চাপ পড়ে। খাবার হজমের প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এই অঙ্গটি। এই প্রক্রিয়াতেও বাধা সৃষ্টি হয়।

বিজ্ঞাপন
আবার ফ্যাটি লিভারে মারাত্মক ক্ষতির কারণ ভাত ও মিষ্টি। এই দুটি খাবার খেলে লিভারের ব্যথা আরও বাড়ে। এই ব্যথা এড়াতে ভাত ও মিষ্টি খাবার এড়িয়ে চলতে হবে।
এনএম

