সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ফোন কভারের হলদেটে ভাব দূর করুন সহজ ৩ উপায়ে

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ০৯ আগস্ট ২০২৩, ০১:৩৭ পিএম

শেয়ার করুন:

ফোন কভারের হলদেটে ভাব দূর করুন সহজ ৩ উপায়ে

ব্যস্ত জীবনে মোবাইল ফোন ছাড়া আমরা যেন অচল। আর শখের ফোনটির যত্ন নিতে কোনো ত্রুটি রাখি না আমরা। সমস্যা হলো, ফোনের যত্ন নিলেও কভার নিয়ে যত অবহেলা। অনেকে নানা রঙের আর নকশার মোবাইল কভার ব্যবহার করতে ভালোবাসে। 

তবে ট্রান্সপারেন্ট মোবাইল কভারের কিছু সমস্যা রয়েছে। কিছু দিন গেলেই এসব কভারে ধুলোবালি আর ঘাম জমে। ফলে কভার হলুদ হতে শুরু করে। যা দেখতে মোটেও ভালো লাগে না। ঘরোয়া কিছু উপায়ে কিন্তু এই হলদেটে ভাব দূর করা যায়। কীভাবে? চলুন জানা যাক- 


বিজ্ঞাপন


cover

তরল সাবান 

হালকা গরম পানিতে দুই ফোঁটা ডিস ওয়াশার বা বাসন মাজার তরল সাবান মেশান। এবার একটি ব্রাশ দিয়ে কিছুক্ষণ কভারটি ঘষুন। এরপর পরিষ্কার পানিতে কাপড় বা তুলো ভিজিয়ে কভারটি মুছে নিন। ভালো করে পানি শুকিয়ে ব্যবহার করুন। 

বেকিং সোডা 


বিজ্ঞাপন


ফোন কভারের হলুদ ভাব দূর করতে ভরসা রাখুন বেকিং সোডায়। একটি পাত্রে এক কাপ ভিনেগার, দু’চামচ বেকিং সোডা আর পানি মিশিয়ে। এবার এই মিশ্রণে কভারটি আধ ঘণ্টা ডুবিয়ে রাখুন। এরপর নরম ব্রাশের সাহায্যে ভালো করে ঘষে পরিষ্কার করে ফেলুন। 

cover

টুথপেস্ট 

দাঁত মাজার টুথপেস্ট দিয়েই পরিষ্কার করতে পারেন ফোন কভার। একটি পাত্রে কিছুটা টুথপেস্ট, বাসন পরিষ্কার করার তরল সাবান, অল্প লবণ, কিছুটা ভিনেগার আর পানি ভালো করে মিশিয়ে নিন। এই মিশ্রণের মধ্যে ১০-১৫ মিনিটের জন্য কভার ডুবিয়ে রাখুন। এরপর পরিষ্কার পানিতে ধুয়ে মুছে নিন। 

এই নিয়মগুলো কাজে লাগিয়ে ফোন কভারের হলদেটে ভাব দূর করতে পারবেন খুব সহজেই। 

এনএম

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর