রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

রজনীগন্ধা বেশিদিন সুবাস ছড়াবে মানলে যেসব নিয়ম

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ২৭ জুলাই ২০২৩, ১২:১৬ পিএম

শেয়ার করুন:

রজনীগন্ধা বেশিদিন সুবাস ছড়াবে মানলে যেসব নিয়ম

‘আমি রজনীগন্ধা ফুলের মতো/ গন্ধ বিলিয়ে যাই/ আমি মেঘে ঢাকা চাঁদের মতো/ জোছনা ঝরিয়ে যাই’—ক্লান্ত সন্ধ্যায় আবছা আলোয় এ গান শুনতে মন্দ লাগার কথা নয়। আর পাশেই যদি ফুলদানিতে থাকে একগুচ্ছ সতেজ রজনীগন্ধা তবে তো কথাই নেই। 

ফুল ভালোবাসেন না এমন মানুষ কমই আছে। যুগ বদলে গেলেও তাজা ফুলের আবেদন আজও কমেনি। অনেকেই তাই ঘরের কোণে ফুলদানি সাজান বাহারি সব টাটকা ফুলে। সমস্যা হলো দিন দুয়েকের মধ্যেই এসব ফুল শুকিয়ে যায়। ছোট কিছু ট্রিক্স কাজে লাগালে কিন্তু অনেকদিন ফুল ভালো থাকে। চলুন জেনে নিই বিস্তারিত- 


বিজ্ঞাপন


rojonigondha

ফুলদানি পরিষ্কার রাখুন 

যে ফুলদানিতে ফুল রাখবেন, তা পরিষ্কার থাকতে হবে। এদিকে নজর দিন। ফুলদানি পরিষ্কার করতে গিয়ে অনেকসময় সাবান বা সাবানের ফেনা থেকে যায়। এতে ফুল দ্রুত নষ্ট হয়ে যায়। 

কাণ্ড ছোট করবেন না


বিজ্ঞাপন


ফুলের কাণ্ড বেশি ছোট করে কেটে ফেলবেন না। কাণ্ড কাটার সময়ে ৪৫ ডিগ্রি কোণ করে কাটুন। এভাবে কোণা করে কাটলে ফুল বেশিদিন ভালো থাকে।

rojonigondha

পাতা রাখবেন না  

ফুলদানিতে কাণ্ডের যে অংশটুকু পানিতে ডোবানো থাকবে, তাতে যেন কোনো পাতা না থাকে। কারণ পাতা দ্রুত পানিতে পচে যায়। সেসঙ্গে ফুলও নষ্ট হয়ে যায়। 

বিশেষ মিশ্রণ দিন 

দুই টেবিল চামচ অ্যাপেল সিডার ভিনেগার, দুই চামচ চিনি আর হাফ চা চামচ ব্লিচ মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করুন। এই মিশ্রণ ফুলদানিতে ঢেলে দিন। এতে ফুল দীর্ঘদিন ভালো থাকে। 

rojonigondha

পানি বদলে দিন

ফুল বেশিদিন ভালো রাখতে চাইলে সময়মতো পানি বদলাতে হবে। ঠিকমতো পানি না বদলালে ফুল নষ্ট হয়ে যায়। প্রতিদিন একবার করে পানি বদলে ফেলুন। 

জানালার পাশে রাখবেন না 

জানলার পাশে ফুলদানি রাখবেন না। এমন জায়গায় রাখুন, যেখানে সরাসরি সূর্যের তাপ ফুলে না লাগে। টেবিলে ফল থাকলে তার পাশেও ফুল রাখবেন না। ফলের পাশে ফুল রাখলে পচে যাওয়ার আশঙ্কা বাড়ে। 

এনএম 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর