রোববার, ৬ এপ্রিল, ২০২৫, ঢাকা

কাঁচা মরিচ দীর্ঘদিন তাজা রাখার উপায় 

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ২২ জুলাই ২০২৩, ০২:৫১ পিএম

শেয়ার করুন:

loading/img

বর্ষা এলেই হঠাৎ করে বেড়ে যাত কাঁচামরিচসহ নানা সবজির দাম। সঠিকভাবে যত্ন না নিলে মরিচ দ্রুত নষ্ট হয়ে যায়। অনেকসময় আবার মরিচ শুকিয়েও যায়। দীর্ঘদিন কাঁচা মরিচ তাজা রাখতে চাইলে কিছু টিপস মেনে চলুন- 

চেন টানা ব্যাগে 


বিজ্ঞাপন


কাঁচা মরিচ ভালো করে পানিতে ধুয়ে শুকিয়ে নিন। এবার এর বৃন্ত বা বোটা ছিঁড়ে রাখুন। বোটা ছাড়া রাখলে কাঁচা মরিচ সহজে পচে না। চেন টানা ছোট ব্যাগের ভিতরে মরিচগুলো রেখে ফ্রিজে রেখে দিন। অনেকদিন তাজা থাকবে। 

chili

বায়ুরোধক পাত্রে 

বায়ুরোধক বা এয়ারটাইট পাত্রের মধ্যে রাখুন কাঁচা মরিচ। এতে সহজে বাতাস লেগে শুকিয়ে যাওয়ার ভয় থাকে না। সবচেয়ে ভালো হয় যদি কাঁচা মরিচ রাখার জন্য আলাদা একটি পাত্র ব্যবহার করেন। 


বিজ্ঞাপন


অ্যালুমিনিয়াম ফয়েলে 

দীর্ঘদিন ভালো রাখতে চাইলে অ্যালুমিনিয়াম ফয়েলে ভালো করে মুড়িয়ে রাখতে পারেন কাঁচা মরিচ। এতে হাওয়া প্রবেশ করার কোনো সম্ভাবনা থাকে না। আর হাওয়া না ঢুকলে কাঁচা মরিচ দীর্ঘদিন সতেজ থাকে। 

chili

বিশেষ স্থানে 

ফ্রিজের মধ্যে যে জায়গায় সবচেয়ে কম বাতাস ঢোকে সেখানেই কাঁচা মরিচ রাখতে হবে। এর জন্য একটি প্লাস্টিকের ব্যাগ ব্যবহার করুন। মরিচ ঢোকানোর পর ব্যাগটি থেকে বাড়তি হাওয়া বের করে ফেলুন। এভাবে রাখলে মরিচ অনেকদিন ভালো থাকে।  

এনএম

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


News Hub