শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ঢাকা

সেহেরিতে যা খেলে দিনে পিপাসা কম লাগে

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ১০ এপ্রিল ২০২২, ০৩:১৬ পিএম

শেয়ার করুন:

সেহেরিতে যা খেলে দিনে পিপাসা কম লাগে

রমজানে দীর্ঘসময় পানাহার থেকে বিরত থাকতে হয়। এই গরমে রোজার সবচেয়ে বড় সমস্যা হচ্ছে পিপাসা লাগা। সেহেরির খাবারের ওপর দিনের পিপাসা অনুভব অনেকটাই নির্ভর করে। এমন কিছু খাবার আছে যা খেলে সারাদিন পানির পিপাসা কম লাগবে। 

বেশি মসলাযুক্ত খাবার এড়িয়ে চলুন। এর বদলে খাবার তালিকায় রাখুন বিভিন্ন সবজি। লাউশাক, মিষ্টিকুমড়া, পটল, ঝিঙে, কচু ইত্যাদি সবজি শরীরের জন্য ভালো। কম মসলাযুক্ত খাবার খেলে সারাদিন পিপাসা কম লাগবে। 


বিজ্ঞাপন


sehriসেহেরিতে লাল চালের ভাত খান। এতে পেট সহজে ভরা থাকবে। পিপাসা কম লাগবে। 

ভাতের সঙ্গে রাখুন এক টুকরো মাছ বা মুরগি, আধা কাপ ডাল। সঙ্গে খেতে পারেন দই বা এক কাপ লো ফ্যাট দুধ। 

ভাত খেতে না চাইলে খেতে পারেন রুটি, দই চিড়া বা কর্নফ্লেক্স দুধ। 

sehriইফতারে তো খেজুর সবাই খান। সেহেরিতেও ১-২টি খেজুর খেতে পারেন। এতে সারাদিন পিপাসা কম লাগবে। 


বিজ্ঞাপন


সেহেরিতে কখনই একসঙ্গে বেশি পানি পান করবেন না। এতে পানির পিপাসা কমে না। ইফতারের পর থেকে সেহেরির আগ পর্যন্ত অল্প অল্প করে তরল খাবার খান। এতে দেহ আর্দ্র থাকবে। পিপাসা কম লাগবে। 

এনএম/এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর