শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

কেমন ব্লাউজ পরলে চিকন দেখায়

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ০৪ জুলাই ২০২৩, ০১:০০ পিএম

শেয়ার করুন:

কেমন ব্লাউজ পরলে চিকন দেখায়

সেলোয়ার কামিজ বা কুর্তি লেগিন্স যতই পরা হোক না কেন উৎসব-অনুষ্ঠান বা পার্টির কথা আসলেই বাঙালি নারীরা শাড়ি পরতে ভালোবাসেন। আর কথায় তো বলেই, শাড়িতে নারী। দামি হোক বা সাধারণ, শাড়ির সঙ্গে চাই মানানসই ব্লাউজ। 

একটা সময় শাড়ির সঙ্গে থাকা ব্লাউজ পিস দিয়ে বানানো ব্লাউজের ট্রেন্ড থাকলেও বর্তমানে কনট্রাস্ট ব্লাউজ পরার ফ্যাশন চলছে। অনেকে আবার কালো, সবুজ বা সোনালি রঙের একটা ডিজাইনার ব্লাউজ দিয়ে অনেক শাড়ি পরার কায়দা করে ফেলেছেন। 


বিজ্ঞাপন


blouse

বর্তমানে বোটনেক, ক্রপ ব্লাউজ, স্লিভনেস, ডিপ নেক, চাইনিজ কলার, অফ শোল্ডার, সব্যসাচী কাটসহ অনেক রকমের ব্লাউজ পাওয়া যায়। তবে ব্লাউজ নির্বাচনের আগে খেয়াল রাখতে হবে শারীরিক গঠনের দিকেও। 

blouse

ঊর্ধ্বাঙ্গ ভারী হলে 


বিজ্ঞাপন


যাদের ঊর্ধ্বাঙ্গ ভারী তারা বোটনেক এড়িয়ে চলাই ভালো। এতে শরীর আরও মোটা দেখায়। আর যদি বোটনেক ব্লাউজ বানাতেই হয় তবে দর্জিকে গলার দিকে একটু ছড়িয়ে দিতে বলতে হবে। রোগা দেখাতে চাইলে কলার দেওয়া ব্লাউজ বানাতে পারেন। এতে শরীর ছিপছিপে দেখায়। পাফ হাতার ব্লাউজ এড়িয়ে চলুন। এমন ব্লাউজ ছিপছিপে শরীরে বেশি মানায়। 

blouse

হাতে অতিরিক্ত মেদ থাকলে 

হাতের বাহুতে যদি অতিরিক্ত মেদ থাকে তবে হাতা কাটা ব্লাউজ পরবেন না। হাতা কাটা ব্লাউজের ফাঁক দিয়ে মেদের স্তর বেরিয়ে এলে দেখতে ভাল লাগে না। কনুই পর্যন্ত হাতাওয়ালা বা থ্রি কোয়ার্টার হাঁটার ব্লাউজ পরুন। তবে মেদের জন্য ফ্যাশন করা যাবে না এমনটা নয়। অফ শোল্ডারের ব্লাউজ রাখতে পারেন পছন্দের তালিকায়। 

blouse

ব্লাউজের কাজে নজর দিন 

ব্লাউজের কাজও খুব গুরুত্বপূর্ণ। কাঁধের কাছে যদি কারুকাজ বেশি হয় তবে শরীরের গড়ন চওড়া দেখায়। রোগা দেখানোর জন্য ছোট ছোট নকশা বেছে নিতে পারেন। বেনারসি বা কাঞ্জিভরম শাড়ির সঙ্গে ব্লাউজের যে পিস পাওয়া যায় তাতে খুব বেশি কারুকাজ থাকে না। সেক্ষেত্রে পিসের ওপর গোটাপাত্তি কিংবা এমব্রয়ডারির কারুকাজ করিয়ে নিতে পারেন।

blouse

পিঠ খোলা ব্লাউজ পরতে চাইলে 

এমন ব্লাউজ পরার জন্য পিঠের যত্নআত্তি নেওয়া জরুরি। পিঠে ট্যান পরলে কিংবা কালচে দাগ থাকলে উৎসবে অনুষ্ঠানে যাওয়ার আগে পিঠে অল্প মেকআপও করে নিতে পারেন। পিঠ কাটা ব্লাউজের বদলে পিঠে বিভিন্ন নকশা কাটা ব্লাউজ পরতে পারেন। পুরো পিঠ খোলা না রেখে মাঝখানে গোল, চারকোণা, রম্বস আকৃতির কাটিং দিতে পারেন। পিঠে যদি বেশি মেদ থাকে তবে খুব বেশি আঁটসাঁট ব্লাউজ পরবেন না। এতে উপর দিয়ে মেদ চোখে লাগে। 

blouse

তবে ব্লাউজ যেমনই হোক, তার সঙ্গে ভালো অন্তর্বাস না পরলে কিন্তু সাজ নষ্ট হয়ে যাবে। এদিকেও নজর দিন। সঠিক মাপের অন্তর্বাস পরুন। ব্লাউজ বানানোর সময় কিন্তু একটু বেশি কাপড়ের জায়গা পাশে ছাড়তে বলবেন দর্জিকে। কাচার পর ছোট হয়ে গেলে কিংবা ভবিষ্যতে চেহারা ভারী হলে প্রয়োজন অনুযায়ী খুলেও ফেলতে পারবেন।

এনএম

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর