বাইরে বের হওয়ার আগে পোশাকের সঙ্গে মানিয়ে লিপস্টিক বা লিপ গ্লস লাগিয়ে নেন অনেকে। বাড়িতে থাকলে ব্যবহার করেন লিপ বাম। ফাটা ঠোঁটের সমস্যা দূর করতে দারুণ কাজ করে এটি। লিপ বাম ব্যবহারে ঠোঁট মসৃণ হয় ঠিকই কিন্তু ঠোঁটের মৃত কোষ সহজে নির্মূল করা যায় না।
ডেড সেল বা মৃত কোষ ঠোঁট আরও শুষ্ক করে দেয়। এতে ঠোঁট ফাটার সমস্যা আরও বাড়ে। বারবার ঠোঁটের চামড়া ওঠে। মৃত কোষ দূর করতে নিয়মিত ঠোঁটে স্ক্রাব করা জরুরি। বাজারের পণ্য ব্যবহার না করে ঘরোয়া উপাদান দিয়ে তৈরি করতে পারেন লিপ স্ক্রাব। চলুন জেনে নিই বিস্তারিত-
বিজ্ঞাপন

চিনির স্ক্রাব
একটি পাত্রে এক টেবিল চামচ গুঁড়ো চিনি, এক চামচ মধু এবং এক চা চামচ অলিভ অয়েল ভালো করে মেশান। এই মিশ্রণ ঠোঁটে মেখে হালকা হাতে ঘষুন। দুই থেকে তিন মিনিট পর উষ্ণ পানি দিয়ে ধুয়ে ফেলুন।
বিটের স্ক্রাব
বিজ্ঞাপন
একটি পাত্রে এক টেবিল চামচ বিট গুঁড়ো, এক চামচ মধুর সঙ্গে এক চা চামচ অলিভ অয়েল ভাল করে মিশিয়ে নিন। মিশ্রণটি ঠোঁটে মেখে হালকা হাতে ঘষতে থাকুন। দুই থেকে তিন মিনিট পর হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন।

ভিটামিন ই স্ক্রাব
একটি পাত্রে এক টেবিল চামচ চিনি, এক চামচ মধুর সঙ্গে একটি ভিটামিন ই ক্যাপসুল ভেঙে সেই তরলটি ভাল করে মিশিয়ে নিন। এই মিশ্রণ ঠোঁটে মেখে হালকা হাতে ঘষতে থাকুন। দুই থেকে তিন মিনিট পর ধুয়ে ফেলুন হালকা গরম পানি দিয়ে।
কফি স্ক্রাব
একটি পাত্রে এক টেবিল চামচ কফি পাউডার, এক চামচ মধু এবং এক চা চামচ অলিভ অয়েল ভালো করে মিশিয়ে নিন। এই মিশ্রণ ঠোঁটে মেখে হালকা হাতে ঘষতে থাকুন। দুই থেকে তিন মিনিট পর হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন।

কমলালেবুর স্ক্রাব
একটি পাত্রে এক টেবিল চামচ কমলালেবুর খোসা গুঁড়ো, এক চামচ মধুর সঙ্গে একটি ভিটামিন ই ক্যাপসুল ভেঙে সেই তরলটি ভাল করে মিশিয়ে নিন। ঠোঁটে মেখে হালকা হাতে ঘষতে থাকুন। দুই থেকে তিন মিনিট পর উষ্ণ জলে ধুয়ে ফেলুন।
এনএম

