শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

বাথরুমের টাইলস পরিষ্কার করার উপায়

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ২৪ জুন ২০২৩, ০৬:০১ পিএম

শেয়ার করুন:

বাথরুমের টাইলস পরিষ্কার করার উপায়

বাড়ির মেঝে ঝকঝকে দেখাতে এখন বেশিরভাগ বাসাবাড়িতেই টাইলস ব্যবহার করা হয়। বাহারি সব টাইলসের কারণ অন্দরমহলের সৌন্দর্য বেড়ে যায় কয়েক গুণ। সমস্যা হলো, নিয়মিত পরিষ্কার রাখতে হয় এটি। ঘরের অন্যান্য অংশের টাইলস পরিষ্কার করা গেলেও সমস্যায় পড়তে হয় বাথরুম নিয়ে। এখানকার নোংরা কিছুতেই পরিষ্কার হতে চায় না। 

অপরিষ্কার বাথরুম থেকে বিভিন্ন রোগের সংক্রমণ হতে পারে। তাই বাথরুম পরিষ্কার রাখা জরুরি। বেশিরভাগ মানুষই বাথরুম পরিষ্কার করলেও টাইলসের গায়ে জমে থাকা ময়লা তুলতে ভুলে যান। ফলে এই ময়লার কারণে ধীরে ধীরে চাকচিক্যভাব হারায় টাইলস। শুধু ডিটারজেন্ট পাউডার বা সাবান দিয়ে পরিষ্কার করে এই জেদি দাগ দূর করা অসম্ভব। তাহলে উপায়? 


বিজ্ঞাপন


tiles

৩টি ঘরোয়া উপাদান রয়েছে যার মাধ্যমে মুহূর্তেই বাথরুম বা টয়লেটের টাইলস পরিষ্কার করা সম্ভব। এই তিনটি ঘরোয়া উপাদান দিয়ে বানিয়ে নিন মিশ্রণ। এতেই ঝকঝক করবে বাথরুমের টাইলস।

যে উপাদানগুলো লাগবে- 

বেকিং পাউডার 
ডিটারজেন্ট পাউডার 
বাথরুম ক্লিনার 


বিজ্ঞাপন


tiles

কীভাবে ব্যবহার করবেন? 

১ চামচ বেকিং পাউডারের সঙ্গে মিশিয়ে নিন ২ চামচ ডিটারজেন্ট পাউডার। এবার বাথরুম ক্লিনারের সঙ্গে এই বিশেষ মিশ্রণ মিশিয়ে নিন। ৩ উপাদান দিয়ে তৈরি মিশ্রণ দিয়ে বাথরুমের টাইলসে ঘষতে হবে।

বেকিং সোডা জেদি দাগ পরিষ্কার করতে অত্যন্ত কার্যকর। এর মিশ্রণ বাথরুমের টাইলসগুলোকে নতুনের মতো উজ্জ্বল করতে পারে।

tiles

যেসব বাথরুম ক্লিনারে অ্যাসিড থাকে, তা জেদি দাগ সহজেই দূর করে দেয়। এমন ক্লিনার বেছে নিন। বেকিং সোডা ও ডিটারজেন্টের সঙ্গে বাথরুম ক্লিনার মেশালে একেবারে ঝকঝক করবে বাথরুম। 

খেয়াল রাখা জরুরি 

এই মিশ্রণ সরাসরি হাতের ত্বকে লাগলে ত্বকের ক্ষতি হতে পারে। তাই বাথরুম পরিষ্কার করার আগে অবশ্যই গ্লাভস পরে নিতে হবে।

এনএম

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর