শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

'আব্বু' তুমি আছো বলেই পৃথিবীটা অনেক সুন্দর

মাহফুজা আক্তার মিশু
প্রকাশিত: ১৮ জুন ২০২৩, ১১:১৫ পিএম

শেয়ার করুন:

'আব্বু' তুমি আছো বলেই পৃথিবীটা অনেক সুন্দর

আজকে বাবা দিবসে আব্বুকে নিয়ে কিছু লিখতে চাই। যদিও আমার কাছে প্রতিদিনই বাব-মা দিবস। তবে আব্বুকে নিয়ে লিখতে গেলে কখনো শেষ করা যাবে না। 

আমার আব্বু অনকে ভালো মনের একজন মানুষ। যদিও একটু রাগী তবে অনেক ফ্রেন্ডলি। মজার মানুষ। সবসময় হাসিখুশি থাকতেই পছন্দ করে। আমরা তিন ভাই বোন। আমি বড়। তারপর ভাই। পরে ছোট বোন। আব্বু আমাদের অনেক আদর করে। কখনো সেরকম ভাবে বকাঝকা করেনি তবে অন্যায় করলে শাসন করেছে। আর মজার ব্যাপার হলো আব্বুর সামনে আম্মু আমাদের বকা দিতে পারতো না। দিলে আম্মুকে আব্বু বকা দিত আর বলতো "কখনো আমার ছেলে মেয়ে কে বকা দিবা না। যা চাইবে তাই দিবা। দুষ্টুমি করলে করুক" এখনো তাই করে। আসলে বাবা মায়ের কাছে সন্তানরা কখনো বড় হয়না।


বিজ্ঞাপন


পড়াশোনার তাগিদে আমি আর ছোট ভাই ঢাকায় থাকি। খুব মিস বাবা মা আর ছোট বোনকে। মিস করি সবাই একসাথে বসে খাবার খাওয়া। 

আব্বু বাইরের খাবার পছন্দ করে না। আম্মুর হাতের রান্না খুব পছন্দের। কোথায় দাওয়াতে গেলে বাসায় এসে বলে তোমার আম্মুর হাতের রান্নার মত লাগে না। যখন বাসায় যাই সবাই একসাথে খেতে বসি। এই মুহূর্তটা ভীষণ ভালো লাগে। আমার আব্বুর মন অনেক বড়। যে কারোর বিপদে সর্বোচ্চ দিয়ে সাহায্য করে। মানুষের উপকার করার মাঝেই যেন সুখ খুঁজে পায়। 

সেই ছোটবেলা থেকে আব্বু আমরা তিন ভাই-বোন কে  আগলে রেখেছে। কখনো কোনো কষ্ট পেতে দেয়নি। কিছু চাওয়ার আগেই আমাদের সব আবদার মিটিয়েছে। জীবনের কঠিন সময় গুলো সহজ করে আমাদের সামনে এগিয়ে যেতে শিখিয়েছে। মাথার ঘাম পায়ে ফেলে অনকে কষ্ট করে আমাদের বড় করেছে।

তোমার প্রতিটা ঘামের ফোঁটা অনকে দামি বাবা। সেই দাম কখনো দিতে পারবো না কিন্তু তোমাকে আর আম্মুকে ভালো রাখতে আপ্রাণ চেষ্টা করব। তুমি আছো বলেই এই পৃথিবী টা এখনো অনেক সুন্দর। তোমাকে নিয়ে যাই বলি কম হয়ে যাবে। অনেক বেশি ভালবাসি তোমায় বাবা। আমার জীবনে তুমি আর আম্মু এক অমূল্য সম্পদ। তোমরা ই আমার পৃথিবী।


বিজ্ঞাপন


এসটি/

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর