সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

বাবার সঙ্গে মাত্র একটা ঈদ উদযাপন করেছি

মিরাজ আহমেদ
প্রকাশিত: ১৮ জুন ২০২৩, ১২:০৪ পিএম

শেয়ার করুন:

বাবার সঙ্গে মাত্র একটা ঈদ উদযাপন করেছি

বাবা-মা আমাদের এই পৃথিবীর আলো দেখিয়েছেন। যতদূর মনে পড়ে ছেড়া পাঞ্জাবি পরেও যিনি আমার জন্য নতুন পোশাক কিনতেন, তিনি আমার বাবা। তিনি একজোড়া জুতা পাঁচ বছর ব্যবহার করতেন, যেখানে আমার জুতা বয়স পেত দুই থেকে তিন মাস। এমনও হয়েছে, বাবা মাসের বেতন হয়তো পাননি। কিন্তু স্কুলের বেতন ও টিউশন ফি ঠিকই পরিশোধ করে দিয়েছেন। 

আমার মনে আছে, আমি আমার বাবার সাথে মাত্র একটা ঈদ উদযাপন করেছি। খুব রাগ হতো। ঈদের সময় সবার বাবা কাছে থাকে কিন্তু আমার বাবা আমার কাছে নেই। কিন্তু বাবা জানে ঈদের ছুটি চাইলে হয়ত তার চাকরিটাই থাকবে না। এখন বুঝি আমি কোনো কারণে ছুটি না পেলে বাড়িতে যাওয়ার জন্য আমার বুকটা ছটফট করে। কিন্তু আমার বাবা আমার থেকেও কম ছুটি পান। একসঙ্গে কখনও পাঁচদিনের বেশি ছুটি পাননি তিনি। 


বিজ্ঞাপন


চাকরির সুবাদে বাবার সাথে নদীতেই বেশি দেখা হয়। মাঝ নদীতে দুজন মুঠোফোনে কথা বলি আর হাত তুলে অবস্থান নিশ্চিত করি। বাবা তখন আঙ্গুল দিয়ে দেখিয়ে তার স্টাফদের বলেন, ওই দেখো আমার ছেলের জাহাজ। তখন কষ্টটা আরও বেশি অনুভূত হয়।

বাবা তুমি খুব শাসন করতে, ঠিকমত পড়াশুনা করি না, কলেজে ঠিকমত যাই না। তোমার উপর খুব রাগ হতো। কিন্তু এখন বুঝি তুমি আরেকটু শাসন কেন করলে না বাবা? তোমার শাসন আর সঠিক নির্দেশনা না পেলে হয়ত বিপথে চলে যেতাম।

জীবনের চলার পথটা তুমি দেখিয়েছ। তোমার অনেক দায়িত্ব বাবা। তোমায় দায়িত্ব তুমি সঠিকভাবে পালন করেছ। আমাদের সবার জন্য দোয়া করো বাবা। আমরা যেন সবাই আমাদের দায়িত্ব পালন করতে পারি। তোমাদের নিয়ে সুখে শান্তিতে থাকতে পারি। 

বাবা তোমার জন্য দোয়া করি। আল্লাহ পাক যেন আমাদের পিতামাতাকে সব সময় সুস্থ রাখেন। তোমাদের ঋণ কখনই শোধ করতে পারব না। শুধু আজকের দিনের জন্য নয়, পিতামাতার প্রতি আমাদের ভালোবাসা থাকবে আজীবন।


বিজ্ঞাপন


আমরা এতটাই ব্যস্ত যে কখনও বলা হয়নি বাবা তোমাকে অনেক ভালোবাসি। বাবা এমন একজন যিনি সারা জীবন নিজের পরিবারের মুখে হাসি ফোটানোর জন্যে উদয়াস্ত পরিশ্রম করে যান। নিজের সব খুশি অবধি বিসর্জন দিয়ে দেন তিনি। তাই বিশ্বের সব বাবাকে জানাই হাজার সালাম। ভালো থাকুক সুস্থ থাকুক সব বাবা। 

লেখক: চাকরিজীবী

এনএম

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর