রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

বাবাকে নিয়ে সেরা ১০ উক্তি

ফিচার ডেস্ক
প্রকাশিত: ১৮ জুন ২০২৩, ০৯:২১ এএম

শেয়ার করুন:

বাবাকে নিয়ে সেরা ১০ উক্তি

‘বাবা তুমি আমার যত খুশির কারণ, বলো তোমার মতো করবে কে শাসন/ বাবা তুমি আমার বেঁচে থাকার কারণ, নেই তোমার মতো কেউ এতটা আপন’— তানভীর ইভানের গানের এই লাইনগুলো প্রতিটি সন্তানের অন্তরকেই আবেগতাড়িত করে তোলে। বাবাকে নিয়ে কিছু বলতে গেলে মনে হয় বাবার ভালোবাসার কাছে সবই তুচ্ছ।

বাবা হলেন সন্তানদের কাছে সেই বটবৃক্ষ যার শীতল ছায়ায় সন্তান কোনো প্রকার বাধা-বিপত্তি ছাড়াই পরম মমতার পরশে বেড়ে উঠতে থাকে। সন্তানকে সুখী করতে একজন বাবা শুধু নিজের সুখ স্বাচ্ছন্দ্যই নয়, কখনোবা বিলিয়ে দেন নিজের জীবন।


বিজ্ঞাপন


বাবার শক্ত হাত যেমন সন্তানদের সব বাধা-বিপত্তি থেকে দূরে রাখে, ঠিক তেমনি বাবা বুক দিয়ে সন্তানদের সারাজীবন আগলে রাখেন। ভালোবাসার আরেক নাম বাবা। যাকে নিয়ে রয়েছে অনেক বিখ্যাত উক্তি। কবি, সাহিত্যিক ও বিশিষ্টজনদের অনেকেই বাবাকে নিয়ে লেখার চেষ্টা করেছেন। চলুন জেনে নিই বাবা সম্পর্কে কিছু অসাধারণ উক্তি-

১। ‘একজন বাবা ১০০ জন শিক্ষকের সমান’ —জর্জ হারবার্ট

২। ‘একজন বাবার হৃদয় প্রকৃতির এক অপার স্থান’ —এন্টনি ফ্রানকোই প্রিভোস্ট

৩। ‘বাবাকে হারানোর মানে হলো মাথার ওপরে ছাদ হারিয়ে ফেলা’ —ইয়ান মার্টেল


বিজ্ঞাপন


৪। ‘একজন বাবা তার সন্তানকে ততটাই ভালো বানাতে চান, যতটা তিনি হতে চেয়েছিলেন’ —ফ্রাংক এ ক্লার্ক

৫। ‘একজন বাবা বলেন না যে তিনি তোমাকে ভালোবাসেন। বরং তিনি দেখিয়ে দেন যে তিনি তোমাকে ভালোবাসেন’ —দিমিত্রি থে স্টোনহার্ট

৬। ‘একজন বাবার হওয়া উচিত তার ছেলের কাছে প্রথম হিরো এবং একটি মেয়ের কাছে তার প্রথম ভালোবাসা’ —পিক্সেল কোটস

৭। ‘বাবা, ড্যাডি, পাপ্পা- আপনি তাদের যাই বলুন না কেন তারা আমাদের জীবনকে প্রভাবিত করে এবং তারা সেই ব্যক্তি যাকে আমরা দেখতে চাই’ —ক্যাথরিন পালসিফার

৮। ‘আমি বলতে লজ্জা বোধ করি না যে আমার দেখা কোনো মানুষই আমার বাবার সমান ছিল না এবং আমি অন্য কোনো মানুষকে এতটা ভালোবাসিনি’ —হেডি লামার

৯। ‘পৃথিবীতে অসংখ্য খারাপ মানুষ আছে, কিন্তু একজনও খারাপ বাবা নেই’ —হুমায়ূন আহমেদ

১০। ‘বাবার ঋণ কখনও শোধ করতে যেও না, কারণ সাগরের জল সেচে কখনও শেষ করা যায় না। তাই সবসময় একটা কাজ করে যেও- সেই ছোট্ট বেলা থেকে বাবা তোমাকে যেভাবে আগলে রেখেছেন তুমি বড় হলে তাকে সেভাবেই আগলে রেখো’ —রেদোয়ান মাসুদ

বাবাকে নিয়ে যাই বলি বা লিখি না কেন সবকিছুই মনে হবে তুচ্ছ। তার ভালোবাসার কাছে পৃথিবীর সব উক্তি হার মেনে যায়। বাবা ছাড়া জীবনটা খুবই কঠিন। যার বাবা নেই একমাত্র তিনিই এর মর্ম বুঝতে পারেন। ওপরে উল্লেখিত উক্তিগুলো বাবার প্রতি আমাদের দায়িত্ববোধের জায়গাকে আরও প্রসারিত করে তুলবে।

এনএম

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর