শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ঢাকা

আদালত থেকে পালিয়েছে ৫ আসামি

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৭ জুন ২০২৩, ০৮:৫৪ পিএম

শেয়ার করুন:

আদালত থেকে পালিয়েছে ৫ আসামি

একটি দলিল জাল-জালিয়াতির মামলায় ঢাকার চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সৈয়দ মাসফিকুল ইসলামের আদালত থেকে ৫ জন আসামি পালানোর খবর পাওয়া গেছে। পরে আদালত তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। আসামিরা হলেন— আশাপূর্ণ প্রামানিক, মো. বদর উদ্দিন, মাহাবুব আলম, মনিরুজ্জামান ও মো. মোখলেছুর রহমান।

বুধবার (০৭ জুন) এ বিষয়টি জানা গেছে।


বিজ্ঞাপন


জাল দলিল তৈরি করে একটি জমি একাধিক বিক্রেতার কাছে বিক্রির ঘটনা প্রমাণিত হওয়ায় ও গ্রেফতার হওয়ার আশংকা থেকে আদালতের এজলাস থেকে এসব আসামি পালিয়েছেন বলে সংশ্লিষ্ট মামলার আইনজীবী জানিয়েছেন।

এ মামলার চার্জ শুনানির জন্য ছিল গতকাল ৬ জুন দিন নির্ধারণ ছিল। এসময় আদালতে উপস্থিত ছিলেন আসামিরা। পরে অবস্থার বেগতিক দেখে তারা এজলাস থেকে পলায়ন করেন।

বাদীপক্ষের আইনজীবী মো. হেমায়েত উদ্দিন মোল্লা জানান, শ্রী আশাপূর্ণ প্রামাণিকের কাছ থেকে বাদি দেলোয়ার হোসেন জমি ক্রয় করেন। ওই জমি আরেক ব্যক্তির নিকটও বিক্রি করেছিলন আশাপূর্ণা।

এ ঘটনায় জাল-জালিয়াতির অভিযোগ এনে মামলা করা হলে আদালত বিষয়টি তদন্ত করতে সিআইডকে দায়িত্ব দেয়। তদন্ত শেষে সিআইডি একটি প্রতিবেদন দাখিল করেন।


বিজ্ঞাপন


প্রতিবেদনের মাধ্যমে তাদের জালিয়াতির প্রমাণ আদালতে উপস্থাপন করা হলে আসামিরা অবস্থার বেগতিক দেখে পালিয়ে যায়।

এআইএম/এএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর