বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ঢাকা

দিনাজপুর আদালত প্রাঙ্গণে ‘ন্যায়কুঞ্জ’ উদ্বোধন

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৩ জুন ২০২৩, ০৪:২১ পিএম

শেয়ার করুন:

দিনাজপুর আদালত প্রাঙ্গণে ‘ন্যায়কুঞ্জ’ উদ্বোধন

দিনাজপুর জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে আগত বিচার প্রার্থীদের বসার জন্য ন্যায়কুঞ্জ স্থাপন করা হয়েছে।

শনিবার (০৩ জুন) এটির উদ্বোধন করেন আপিল বিভাগের বিচারপতি এম. ইনায়েতুর রহিম।


বিজ্ঞাপন


২০২২ সালের জুনে সুপ্রিম কোর্টই নয়, সারাদেশের জেলা ও দায়রা জজ আদালতেও একই ভোগান্তি কমাতে ‘ন্যায়কুঞ্জ’ গড়ে তোলার নির্দেশ দেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। এরপর বিষয়টি নিয়ে হাইকোর্ট থেকে সংশ্লিষ্ট দফতর ও বিভাগে চিঠি পাঠানো হয়।

চিঠিতে প্রধান বিচারপতির নির্দেশনার কথা উল্লেখ করে ‘ন্যায়কুঞ্জ’ নির্মাণের বিষয়ে বলা হয়, ‘প্রতিটি জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে কমপক্ষে ১০০ জনের এবং চৌকি আদালতে ৪০ থেকে ৫০ জনের বসার উপযোগী বিশ্রামাগার স্থাপনের প্রয়োজনীয়তা প্রধান বিচারপতি অনুধাবন করেছেন।’
    
এরপর থেকে সুপ্রিম কোর্টসহ সারাদেশের আদালত প্রাঙ্গন গুলোতে ‘ন্যায়কুঞ্জ’ স্থাপন করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় আজ দিনাজপুর আদালত প্রাঙ্গরণ ‘ন্যায়কুঞ্জ’ স্থাপন করলেন আপিল বিভাগের বিচারপতি এম. ইনায়েতুর রহিম।

এআইএম/এএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর