মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪, ঢাকা

নেশন্স কাপে অংশ নিতে ফ্রান্স যাচ্ছে আইনজীবী ফুটবল দল

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৩ জুন ২০২৩, ০১:০৩ পিএম

শেয়ার করুন:

নেশন্স কাপে অংশ নিতে ফ্রান্স যাচ্ছে আইনজীবী ফুটবল দল

নেশন্স কাপ ফুটবলে অংশ নিতে ফ্রান্স যাচ্ছে সুপ্রিম কোর্টের আইনজীবীদের নিয়ে গঠিত দল। চলতি বছর জুনে বাংলাদেশ লইয়ার্স ফুটবল ক্লাব (বিএলএফসি) ফ্রান্সের সেইন্ট ট্রোপেজ যাচ্ছে। বিশ্বের প্রায় ৪৩টি দেশের আইনজীবীরা এই ফুটবল উৎসবে অংশ নিবেন বলে জানা গেছে।

এই লক্ষ্যে গত ২৮ এপ্রিল থেকে ৫ মে বিএলএফসি কক্সবাজারে এক কন্ডিশনিং ক্যাম্পের আয়োজন করেছিল। এখন তাদের চূড়ান্ত প্রস্তুতির লক্ষ্যে প্রতি সপ্তাহের ছুটির দিনে প্রস্তুতিমূলক প্রীতি ম্যাচ খেলছে।


বিজ্ঞাপন


দলের অধিনায়ক সুপ্রিম কোর্ট বারের সাবেক সহসম্পাদক আব্দুর রাজ্জাক রাজু। এছাড়া দলে রয়েছেন সুপ্রিম কোর্ট বারের সিনিয়র সহসম্পাদক মাহফুজ বিন ইউসুফ, সাবেক জাতীয় ফুটবলার ও বাফুফের আইন কর্মকর্তা জিল্লুর রহমান লাজুক, সহকারী এটর্নি জেনারেল শোফিকুজ্জামান রানা ও বিনয় কুমার ঘোষ, ব্যারিস্টার আব্দুল্লাহ আল মাহমুদ মাসুদ, রাজশাহী বিশ্ববিদ্যালয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ও বিকেএসপির সাবেক ফুটবলার অ্যাডভোকেট সেলিম, অ্যাডভোকেট রিয়াজুল ইসলাম রানা, চট্টগ্রামের আগ্রাবাদের ওয়ার্ড কমিশনার অ্যাডভোকেট নাজমুল হক ডিউক, কক্সবাজার বারের সাবেক সহ-সম্পাদক শাহাব উদ্দিন, অ্যাডভোকেট রাজু, কুষ্টিয়া কোর্টের এপিপি রাজীব, অ্যাডভোকেট সুমন, অ্যাডভোকেট সোহাগ ফকির, অ্যাডভোকেট আরিফ, অ্যাডভোকেট সানাউল ইসলাম প্রমুখ।

দলের কোচ হিসাবে দায়িত্ব পালন করছেন বিকেএসপি’র সাবেক ফুটবলার অ্যাডভোকেট মাহফুজুর রহমান। ম্যানেজার হিসেবে আছেন অ্যাডভোকেট শাহবাজ হোসেন খান মিল্টন।

এর আগে, দলটি গতবছর মরক্কোর মারাকেশে আয়োজিত আইনজীবীদের বিশ্বকাপ ফুটবল টুর্নামেন্টের ২০তম আসরে অংশ নিয়েছিল। সুপ্রিম কোর্ট বারে আয়োজিত আইনজীবীদের ফুটবল টুর্নামেন্টে বিএলএফসি টানা দুইবার অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। অনেকটা নিজেদের ব্যক্তিগত উদ্যোগে ও খরচেই এ টুর্নামেন্টে অংশ নিচ্ছে দলটি।

এআইএম/এমএইচটি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর