শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ঢাকা

টিন আত্মসাতের মামলায় ফালুর খালাসের রায় বহাল

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৫ মে ২০২৩, ১০:৫৯ এএম

শেয়ার করুন:

টিন আত্মসাতের মামলায় ফালুর খালাসের রায় বহাল

বিএনপি নেতা মোসাদ্দেক আলী ফালুর বিরুদ্ধে ত্রাণের টিন আত্মসাতের দুর্নীতি মামলা বাতিলই থাকবে বলে আদেশ দিয়েছেন আপিল বিভাগ।

বৃহস্পতিবার (২৫ মে) সকালে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ৮ সদস্যের পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ দুদকের করা আপিল খারিজ করে দেন। এর ফলে ফালুর মামলা চূড়ান্তভাবে স্থগিত করে দিলেন আপিল বিভাগ।


বিজ্ঞাপন


২০২১ সালের জুনে বিএনপি দলীয় সাবেক এমপি মোসাদ্দেক আলী ফালুর বিরুদ্ধে ত্রাণের টিন আত্মসাতের মামলা বাতিল করে হাইকোর্টের দেওয়া রায় বহাল রেখেছিলেন আপিল বিভাগ।

তত্ত্বাবধয়াক সরকারের আমলে ২০০৭ সালের মার্চ মাসে রাজধানীর তেজগাঁও থানায় ফালুসহ ছয়জনের বিরুদ্ধে মামলাটি করেছিল দুদক। মামলায় তার বিরুদ্ধে ১০০ বান্ডেল ত্রাণের ঢেউটিন আত্মসাতের অভিযোগ আনা হয়।

২০০৮ সালে বিচারিক আদালত আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে। অভিযোগ গঠনের বৈধতা চ্যালেঞ্জ এবং মামলা বাতিলে হাইকোর্ট আবেদন করেন ফালু। সেই আবেদনের চূড়ান্ত শুনানি নিয়ে ২০১৮ সালের ৭ মার্চ মামলা বাতিল করে রায় দিয়েছিলেন বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের হাইকোর্ট বেঞ্চ।

এআইএম/এমআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর