শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ঢাকা

বিএনপি নেতা চাঁদকে গ্রেফতারের বিষয়ে জানতে চায় হাইকোর্ট

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২২ মে ২০২৩, ১১:৪৯ এএম

শেয়ার করুন:

বিএনপি নেতা চাঁদকে গ্রেফতারের বিষয়ে জানতে চায় হাইকোর্ট

জনসমাবেশে প্রকাশ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকিদাতা রাজশাহীর বিএনপি নেতা আবু সাঈদ চাঁদকে গ্রেফতার করা হয়েছে কি না জানতে চেয়েছেন হাইকোর্ট।

সোমবার (২২ মে) হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ এমন আদেশ দেন।


বিজ্ঞাপন


সুপ্রিম কোর্টের এক আইনজীবী বিষয়টি নজরে আনলে আদালত বিএনপি নেতাকে চাঁদকে গ্রেফতার করার বিষয়টি রাষ্ট্রপক্ষকে জানাতে বলেন।

গত ১৯ মে রাজশাহীর পুঠিয়ায় এক জনসভায় জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ বলেন, আর ২৭ দফা ১০ দফা নাই। এক দফা শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে এবং শেখ হাসিনাকে পদত্যাগ করতে যা যা করার দরকার আমরা তা করব।

রাজশাহী জেলা বিএনপির আহ্বায়কের এমন বক্তব্যের কড়া সমালোচনা করে আইনমন্ত্রী আনিসুল হক পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন, আসেন মাঠে। দেখি কে কাকে কোথায় পাঠায়। আইনমন্ত্রী বলেন, আপনাদের জিহ্বায় লাগাম টানেন। কথাবার্তা লাগামের মধ্যে থেকে বলেন।

এআইএম/এমআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর