বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ঢাকা

৮ দিন অবকাশের পর সুপ্রিম কোর্ট খুলছে আজ

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৭ মার্চ ২০২৩, ০৯:১১ এএম

শেয়ার করুন:

৮ দিন অবকাশের পর সুপ্রিম কোর্ট খুলছে আজ

৮ দিন অবকাশকালীন ছুটি শেষে আজ খোলা হচ্ছে সুপ্রিম কোর্ট। আজ থেকেই আপিল ও হাইকোর্ট বিভাগের মামলার কার্যক্রম চলবে। 

সোমবার (২৭ মার্চ) সুপ্রিম কোর্টের ওয়েবসাইট থেকে এমন তথ্য জানা গেছে। 


বিজ্ঞাপন


গত ১৯ মার্চ থেকে ২৬ মার্চ পর্যন্ত সুপ্রিম কোর্টে অবকাশকালীন ছুটি ছিল। এর মাঝে ছিল ৩ দিনের সরকারি ছুটি। 

জানা যায়, সুপ্রিম কোর্ট খোলার দিনে ৫০ এর উপরে বেঞ্চ দেওয়া হয়েছে। সিভিল ক্রিমিনাল রিটসহ অন্যান্য বিষয়ে মামলার শুনানি করা হবে এসব বেঞ্চে।

উল্লেখ্য, অবকাশে মাত্র কয়েকটি বেঞ্চ খোলা ছিল। সকাল ১১ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত এসব বেঞ্চে মামলার শুনানি করা হতো। অবকাশের পর আজ থেকে আদালত চলবে সকাল ৯ টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত।

এআইএম/এমএইচএম

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর