শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ঢাকা

সুপ্রিম কোর্ট বারে সদস্যভুক্তির সাক্ষাৎকার শুরু ৪ এপ্রিল

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৩ মার্চ ২০২৩, ০৯:১০ এএম

শেয়ার করুন:

সুপ্রিম কোর্ট বারে সদস্যভুক্তির সাক্ষাৎকার শুরু ৪ এপ্রিল

সুপ্রিম কোর্ট বারে সদস্যভুক্তির সাক্ষাৎকার শুরু হচ্ছে আগামী ৪ এপ্রিল থেকে।

গত বছর (২০২২ সালে) যেসব আইনজীবী সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে সনদ পেয়েছেন তাদেরকে বারের সদস্য করতে এই সাক্ষাৎকার নেওয়া হবে।


বিজ্ঞাপন


বৃহস্পতিবার (২৩ মার্চ) এ বিষয়টি জানা গেছে।

এর আগে গতকাল বুধবার এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করেছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যেসব আইনজীবী ২০২২ সালে হাইকোর্ট সনদপ্রাপ্তির পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, তাদের বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতিতে সদস্যভুক্তির জন্য আগামী ২৮ মার্চ পর্যন্ত ফরম বিতরণ এবং জমা দেওয়া যাবে।

যেসব আইনজীবী বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সদস্য পদ নেওয়ার জন্য আবেদনপত্র জমা দিয়েছেন এবং দেবেন, সমিতির সভাকক্ষে ধারাবাহিকভাবে তাদের সাক্ষাৎকার নেওয়া হবে। আগামী ৪ এপ্রিল থেকে সাক্ষাৎকার শুরু হবে।

এ সময় শনিবার বেলা ১১টা থেকে এবং রোববার থেকে বৃহস্পতিবার পর্যন্ত প্রতিদিন বিকেল তিনটা থেকে সাক্ষাৎকার নেওয়া হবে।


বিজ্ঞাপন


খুদেবার্তার (এসএমএস) মাধ্যমে সাক্ষাৎকারের তারিখ জানানো হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এআইএম/এমআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর