শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ঢাকা

সহকারী জজ নিয়োগের প্রিলিতে উত্তীর্ণ ১০৮২

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১ মার্চ ২০২৩, ০২:৩৬ পিএম

শেয়ার করুন:

সহকারী জজ নিয়োগের প্রিলিতে উত্তীর্ণ ১০৮২

সহকারী জজ নিয়োগে ষোড়শ বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস (১৬ শ বিজেএস) এর প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এতে এক হাজার ৮২ জন উত্তীর্ণ হয়েছেন।

উত্তীর্ণরা লিখিত পরীক্ষায় অংশ নেবেন। লিখিত পরীক্ষা কবে হবে তা জানানো হয়নি।


বিজ্ঞাপন


পরীক্ষা নিয়ন্ত্রক (জেলা ও দায়রা জজ) শরীফ এ এম রেজা জাকের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ষোড়শ বিজেএস পরীক্ষায় প্রিলিমিনারিতে ১ হাজার ৮২ জন উত্তীর্ণ হয়ে লিখিত পরীক্ষায় অংশগ্রহণের জন্য বিবেচিত হয়েছেন। প্রিলিমিনারি পরীক্ষার ফলাফলে কোনো ধরনের ত্রুটি পরিলক্ষিত হলে কমিশন তা সংশোধনের অধিকার সংরক্ষণ করে।

গত ১৮ মার্চ এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে মোট ৫ হাজার ৬০০ জন পরীক্ষা দেয়। এর আগে গত ৯ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে ৯ মার্চ পর্যন্ত এসব পরীক্ষার্থী আবেদন করে। প্রিলির পর লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এরপর মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে। এই পরীক্ষার মাধ্যমে নিয়োগ পাবেন ১০০ জন।  তবে পদসংখ্যা বৃদ্ধি বা হ্রাস পেতে পারে।

ডব্লিউএইচ/এমআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর