বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ঢাকা

সুপ্রিম কোর্ট বারের ভোট একতরফা হয়নি: মোমতাজ ফকির

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৯ মার্চ ২০২৩, ০৩:৫১ পিএম

শেয়ার করুন:

সুপ্রিম কোর্ট বারের ভোট একতরফা হয়নি: মোমতাজ ফকির

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন একতরফা হয়নি বলে মন্তব্য করেছেন সুপ্রিম কোর্ট বারের সভাপতি মো. মোমতাজ উদ্দিন ফকির।

রোববার (১৯ মার্চ) সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির শহীদ শফিউর রহমান মিলনায়তনে সংবাদ সম্মেলনে এই দাবি করেন তিনি।


বিজ্ঞাপন


লিখিত বক্তব্যে মোমতাজ ফকির বলেন, নির্বাচনে আইনজীবীরা স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছেন। আর বিএনপি সমর্থিতরা ভোট বর্জনের ঘোষণাও দেননি।

গত ১৫ মার্চ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনকে ঘিরে ক্ষমতাসীন দলের সমর্থিতদের সঙ্গে বিএনপিপন্থীদের মুখোমুখি অবস্থানের মধ্যে পুলিশ আইনজীবী ও সাংবাদিকদের ওপর হামলা চালায় বলে অভিযোগ ওঠে। এতে বেশ কয়েকজন আহত হন। বিএনপিপন্থীদের বর্জনের মধ্য দিয়ে ওই নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্যানেলের সবাই বিজয়ী হন।

নির্বাচনকে কেন্দ্র করে আইনজীবী ও সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় আইনমন্ত্রী ও অ্যাটর্নি জেনারেলকে দায়ী করেছেন বিএনপিপন্থীরা। এজন্য তারা এই দুইজনের পদত্যাগ দাবির পাশাপাশি নতুন করে নির্বাচনের দাবিও জানান।

সুপ্রিম কোর্ট বারের সভাপতি মোমতাজ ফকির নির্বাচনে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির জন্য বিএনপি সমর্থিত প্রার্থী মাহবুব উদ্দিন খোকন ও মো. রুহুল কুদ্দুসকে দায়ী করেছেন।


বিজ্ঞাপন


এআইএম/এমআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর