শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ঢাকা

চেক প্রতারণার মামলায় জামিন পেলেন ইভ্যালির রাসেল

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০৬ ফেব্রুয়ারি ২০২৩, ০৭:৪২ পিএম

শেয়ার করুন:

চেক প্রতারণার মামলায় জামিন পেলেন ইভ্যালির রাসেল

চেক জালিয়াতির মাধ্যমে ৪৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগে করা পাঁচটি মামলায় জামিন পেয়েছেন আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ রাসেল।

সোমবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মুনিরা সুলতানা তার জামিন মঞ্জুর করেন।


বিজ্ঞাপন


টাঙ্গাইল আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) এস আকবর খান ঢাকা মেইলকে এই তথ্য নিশ্চিত করেছেন।

এস আকবর খান জানান, ২০২২ সালে রাসেদ্দুজ্জামান বাদী হয়ে ৫টি চেক জালিয়াতি করে মোট ৪৭ লাখ টাকার প্রতারণার এই মামলাগুলো করেন। সোমবার ওইসব মামলায় ঢাকার কাশিমপুর কারাগার থেকে ইভ্যালির চেয়ারম্যান মোহাম্মদ রাসেলকে টাঙ্গাইল আদালতে হাজির করা হয়। পরে আসামিপক্ষের আইনজীবী ফেন্সি খান দুটি এবং সিনিয়র আইনজীবী হুমায়ুন কবির ৩টি মামলার জামিন আবেদন করেন। একপর্যায়ে আদালত আবেদন করা ৫টি মামলায় আসামি রাসেলকে জামিন দেন।

প্রতিনিধি/আইএইচ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর