বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ঢাকা

আপিল বিভাগে পাস নিয়ে প্রবেশ করছেন বিচারপ্রার্থীরা

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০১ ফেব্রুয়ারি ২০২৩, ১১:৫৯ এএম

শেয়ার করুন:

আপিল বিভাগে পাস নিয়ে প্রবেশ করছেন বিচারপ্রার্থীরা

বিচারকাজ পর্যবেক্ষণে আগ্রহী ব্যক্তি ও বিচারপ্রার্থীরা ডিজিটাল পাস সংগ্রহ করে আপিল বিভাগে প্রবেশ করছেন।

বুধবার (০১ ফেব্রুয়ারি) সকাল থেকে এমন চিত্র দেখা গেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে।


বিজ্ঞাপন


কোর্টের সোনালী ব্যাংক সংলগ্ন স্থানে ডিজিটাল পাস সংগ্রহের জন্য বুথ স্থাপন করা হয়েছে। সেখান থেকে জাতীয়পত্র, মামলা নম্বর দিয়ে ডিজিটাল পাস সংগ্রহ করছেন বিচারপ্রার্থীরা।

আপিল বিভাগের রেজিস্ট্রার মোহাম্মদ সাইফুর রহমানসহ সুপ্রিম কোর্টের কর্মকর্তারা ডিজিটাল পাস সংগ্রহের বিষয়টি তদারকি করছেন।

মোহাম্মদ সাইফুর রহমান বলেন, আজ থেকে ডিজিটাল পাস সংগ্রহ করে বিচারপ্রার্থী, বিচারকাজ পর্যবেক্ষণে আগ্রহী ব্যক্তিরা আপিল বিভাগে প্রবেশ করছেন। তবে আইনজীবী, সংবাদকর্মী, আইনজীবীর সহকারীদের ডিজিটাল পাস সংগ্রহ করতে হবে না।

এর আগে গত ২৫ জানুয়ারি সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রেজিস্ট্রার মোহাম্মদ সাইফুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, সুপ্রিম কোর্টের নিরাপত্তা ব্যবস্থার পরিকাঠামো ক্রমাগত উন্নয়নের ধারাবাহিকতায় সুপ্রিম কোর্টের আপিল বিভাগে প্রবেশ পাস ব্যবস্থা প্রবর্তন করা হয়েছে।


বিজ্ঞাপন


এআইএম/এএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর