রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

দুই শিশুকে ফেরত পেতে আপিল করবেন বাবা

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৯ জানুয়ারি ২০২৩, ০৫:০৪ পিএম

শেয়ার করুন:

দুই শিশুকে ফেরত পেতে আপিল করবেন বাবা
ফাইল ছবি

জাপানি মা ও বাংলাদেশি বাবার দুই শিশু সন্তান জেসমিন মালিকা ও লাইলা লিনা আপাতত মায়ের জিম্মায় থাকার আদেশের বিরুদ্ধে আপিল করবেন বলে জানিয়েছেন বাবা ইমরান শরীফ। ইতোমধ্যে নকল পেতে আবেদন জমা দিয়েছেন তিনি।

রোববার (২৯ জানুয়ারি) এ বিষয়টি ঢাকা মেইলকে জানিয়েছেন দুই শিশুর বাবা ইমরান শরীফের আইনজীবী নাসিমা আক্তার।


বিজ্ঞাপন


আইনজীবী বলেন, আমরা নিম্ন আদালতের রায়ে সংক্ষুব্ধ। এই রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করবো। আপিল করতে রায়ের নকল কপি প্রয়োজন। এজন্য আমরা ইতোমধ্যে আবেদন করেছি। আশা করছি খুব তাড়াতাড়ি নথি পেলে আমরা হাইকোর্টে যাব।

দুই শিশু কার কাছে থাকবে সে ব্যাপারে সিদ্ধান্ত দিয়েছেন পারিবারিক আদালত। রায়ে বলা হয়েছে, দুই শিশু তাদের মায়ের কাছে থাকবে এবং মা চাইলে তাদের নিয়ে জাপানে যেতে পারবেন। এই দুই শিশুর বাবা ইমরান শরীফ যে মামলা করেছিলেন সেটাও খারিজ করে দেন আদালত। রোববার (২৯ জানুয়ারি) দুপুরে ঢাকার দ্বিতীয় অতিরিক্ত সহকারী জজ ও পারিবারিক আদালতের বিচারক দুরদানা রহমান এই রায় ঘোষণা করেন।

এর আগে গত ২২ জানুয়ারি এ বিষয়ে চূড়ান্ত শুনানি শেষে ঢাকার দ্বিতীয় অতিরিক্ত সহকারী জজ ও পারিবারিক আদালতের বিচারক দুরদানা রহমান রায়ের জন্য এই দিন ধার্য করেন।

গত ১৫ জানুয়ারি একই আদালত দুই শিশুর বক্তব্য শুনে তা রেকর্ড করেন। পরে রোববার মামলার যুক্তিতর্ক শুনানির দিন ধার্য করেন।


বিজ্ঞাপন


জাপানি মা নাকানো এরিকো ও বাংলাদেশি বাবা ইমরান শরীফের বিয়ে হয় ২০০৮ সালে। দাম্পত্য কলহের জেরে ২০২০ সালের শুরুতে বিচ্ছেদের আবেদন করেন এরিকো। এরপর ইমরান স্কুলপড়ুয়া বড় দুই মেয়েকে নিয়ে বাংলাদেশে চলে আসেন। ছোট মেয়ে জাপানে এরিকোর সঙ্গে থেকে যান।

বাংলাদেশে আসার পর দুই মেয়ে কার জিম্মায় থাকবে তা নির্ধারণ করতে আদালতে গড়ায় বিষয়টি। এমনটি আপিল বিভাগে যায় এ ঘটনা। পরে আপিল মামলাটি নিষ্পত্তির জন্য পারিবারিক আদালতে পাঠানো হয়।

এআইএম/জেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর