বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ঢাকা

বাংলাদেশ সবার, সবাই সমান অধিকার পাচ্ছেন: অ্যাটর্নি জেনারেল

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৬ জানুয়ারি ২০২৩, ০১:৪৫ পিএম

শেয়ার করুন:

বাংলাদেশ সবার, সবাই সমান অধিকার পাচ্ছেন: অ্যাটর্নি জেনারেল

অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন বলেছেন, বাংলাদেশ সবার। এখানে কেউ অধিকার পাবে, কেউ পাবে না এমনটা হতে পারে না।

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির শহীদ শফিউর রহমান মিলনায়তনে সমিতির বিজয়া পুনর্মিলনী ও বাণী অর্চনা উদযাপন পরিষদের এক অনুষ্ঠানে এই কথা বলেন তিনি।


বিজ্ঞাপন


তিনি বলেন, বর্তমানে সব ধর্ম-বর্ণের মানুষদের অধিকার নিশ্চিত করা হয়েছে। চাকরিসহ সব ধরনের সুযোগ-সুবিধা নিশ্চিত করা হয়েছে। 

অনুষ্ঠানে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী, আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের অধিকাংশ বিচারপতি, সুপ্রিম কোর্ট বারের সভাপতি মোমতাজ উদ্দিন ফকির, সম্পাদক আব্দুন নূর দুলাল, বঙ্গবন্ধু ফাউন্ডেশন সুপ্রিম কোর্ট ইউনিটের সভাপতি ও দেশীয় সাংস্কৃতিক পরিষদের সভাপতি অ্যাডভোকেট গৌরাঙ্গ চন্দ্র কর, সুপ্রিম কোর্ট পূজা উদযাপন কমিটির নেতারা উপস্থিত ছিলেন।

এদিন সকালে সুপ্রিম কোর্ট কর্মকর্তা-কর্মচারী পূজা উদযাপন পরিষদ আয়োজনে বাণী অর্চনা অনুষ্ঠান করা হয়।

এআইএম/এইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর