শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ঢাকা

নিরাপত্তা: আপিল বিভাগে প্রবেশে লাগবে পাস

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৫ জানুয়ারি ২০২৩, ১১:৫২ এএম

শেয়ার করুন:

নিরাপত্তা: আপিল বিভাগে প্রবেশে লাগবে পাস

নিরাপত্তার কথা বিবেচনা করে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগে প্রবেশ করতে কার্ড (পাসের) ব্যবস্থা করা হয়েছে। এই পাস ছাড়া আদালতের এজলাসে প্রবেশ করা যাবে না।

বুধবার (২৫ জানুয়ারি) এ বিষয়ে একটি সার্কুলার জারি করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন। এতে বলা হয়েছে, ক্রমাগত উন্নয়নের ধারাবাহিকতায় বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগে প্রবেশ পাস ব্যবস্থা প্রবর্তন করা হয়েছে। বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগে প্রবেশ করতে আগ্রহী বিচার প্রার্থী সংযুক্ত ব্যবহার বিধি অনুসরণপূর্বক স্মার্টফোন, ট্যাবলেট, ল্যাপটপ বা ডেস্কটপ কম্পিউটারের মাধ্যমে প্রবেশের তারিখ ও মামলা নম্বরসহ প্রয়োজনীয় তথ্য সরবরাহ করে আপিল বিভাগের ডিজিটাল প্রবেশ পাস সংগ্রহ করতে পারবে। 


বিজ্ঞাপন


ওই প্রবেশ পাস (ডিজিটাল অথবা প্রিন্টকপি) ব্যবহার করে আপিল বিভাগের এজলাস ও এজলাস-সংলগ্ন স্থানে প্রবেশ করতে পারবেন। নিরাপত্তার স্বার্থে আপিল বিভাগের এজলাস ও তৎসংলগ্ন স্থানে কোনো বিচার প্রার্থী প্রবেশ পাস প্রদর্শন ব্যতিত প্রবেশ বা অবস্থান করতে পারবেন না।

এআইএম/এইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর