শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ঢাকা

সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান বিচারপতি নাইমা

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১২ জানুয়ারি ২০২৩, ০২:৪৮ পিএম

শেয়ার করুন:

সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান বিচারপতি নাইমা

বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম আপিল বিভাগে নিয়োগ পাওয়ার পর সুপ্রিম কোর্ট লিগ্যাল এইডের নতুন চেয়ারম্যান হয়েছেন বিচারপতি নাইমা হায়দার।

বৃহস্পতিবার (১২ জানুয়ারি) প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী তাকে লিগ্যাল এইডের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করেন। আপিল বিভাগের রেজিস্ট্রার মুহাম্মদ সাইফুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।


বিজ্ঞাপন


বাংলাদেশের সাবেক প্রধান বিচারপতি বদরুল হায়দার চৌধুরীর মেয়ে বিচারপতি নাইমা হায়দার। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে পড়াশোনা করেছেন।

১৯৮৯ সালে জেলা আদালতে আইন পেশায় যোগ দেন এই বিচারপতি। ১৯৯৩ সালে হাইকোর্টে আইনজীবী ও ২০০৪ সালে আপিল বিভাগের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। ২০০৯ সালের ৬ জুন তিনি হাইকোর্টের অতিরিক্ত বিচারপতি হিসেবে নিযুক্ত হন। আর ২০১১ সালের ৬ জুন হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ পান। বিচারপতি নাইমা হায়দার অসংখ্য আলোচিত রায় দিয়ে সুনাম কুড়িয়েছেন।

নাঈমা হায়দারের আগে এই পদে দায়িত্ব পালন করেছেন বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম। যিনি আপিল বিভাগের বিচারপতি হিসেবে বর্তমানে দায়িত্ব পালন করছেন।

এআইএম/এমআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর