শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ঢাকা

আইনজীবী তালিকাভুক্তি লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ৫২০৯ জন

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৯ ডিসেম্বর ২০২২, ০১:৩০ এএম

শেয়ার করুন:

আইনজীবী তালিকাভুক্তি লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ৫২০৯ জন

বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্তির (এনরোলমেন্ট) লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ৫ হাজার ২০৯ জন পরীক্ষার্থী।
 
বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) বাংলাদেশ বার কাউন্সিলের চেয়ারম্যান (পদাধিকারবলে) ও অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিন সাংবাদিকদের এ তথ্য জানিয়েন।

অ্যাটর্নি জেনারেল বলেন, লিখিত পরীক্ষা দিয়েছিলেন ১৩ হাজার ৯৪৫ জন পরীক্ষার্থী। এর মধ্যে পাস করেছেন ৫ হাজার ২০৯ জন। এছাড়াও তৃতীয় পরীক্ষকের কাছে খাতা যাবে ৩২৪ জনের। পাশাপাশি একজন পরীক্ষার্থীর খাতা পরে পর্যবেক্ষণের জন্য রাখা হয়েছে।


বিজ্ঞাপন


উল্লেখ্য, আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হওয়ার জন্য পরীক্ষা অনুষ্ঠিত হয় তিন ধাপে। নৈর্ব্যক্তিক, লিখিত ও মৌখিক। কোনো পরীক্ষার্থী লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে তিনি তিনবার সরাসরি মৌখিক পরীক্ষার জন্য বিবেচিত হন।
এআইএম/এমএ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর