রাস্তায় চলাচলকারী সিএনজিচালিত অটোরিকশায় সামনের দিক থেকে দেখা যায় এমন লুকিং গ্লাস বাইরে রাখার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
মঙ্গলবার (৬ ডিসেম্বর) এ বিষয়ে শুনানি করে হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ এই আদেশ দেন। বিআরটিএকে আগামী দুই মাসের মধ্যে এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নিতে বলা হয়েছে এবং সেটি বৃহৎ পরিসরে জাতীয় গণমাধ্যমে জানাতে বলা হয়েছে।
বিজ্ঞাপন
জানতে চাইলে রিটকারী আইনজীবী তানভীর আহমেদ ঢাকা মেইলকে বলেন, বাধ্যতামূলকভাবে ফ্ল্যাট আয়না লাগাতে হবে এবং ঐচ্ছিকভাবে ফ্ল্যাট ও কনভে আয়নার সমন্বয়ে আয়না লাগানো যাবে। ঐচ্ছিকভাবে পেছনে দেখার জন্য ছোট ক্যামেরা লাগানো যাবে। আগামী ২০২৩ সালের ২৮ ফেব্রুয়ারি এ বিষয়ে পরবর্তী আদেশের জন্য রাখা হয়েছে। একই সঙ্গে এই আদেশ বাস্তবায়নর জন্য বিআরটিএকে অগ্রগতি প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
এর আগে গত ১৭ নভেম্বর এ বিষয়ে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি রাজিক আল জলিলের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এক প্রতিবেদন দাখিল করেন।
ওইদিন আদালত বুয়েটের মেকানিক্যাল বিভাগের প্রধান ড. মোহাম্মদ আশিকুর রহমান ও বিআরটিএ’র পরিচালক সীতাংশু বিশ্বাসকে আদালতে আসতে আদেশ দিয়েছিলেন।
এআইএম/এইউ

