বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ঢাকা

ইসলামী ব্যাংকে ভয়ংকর নভেম্বর সংক্রান্ত প্রতিবেদন তদন্তের নির্দেশ

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৪ ডিসেম্বর ২০২২, ১২:৪৬ পিএম

শেয়ার করুন:

ইসলামী ব্যাংকে ভয়ংকর নভেম্বর সংক্রান্ত প্রতিবেদন তদন্তের নির্দেশ

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড (আইবিবিএল) থেকে হাজার হাজার কোটি টাকা তুলে নেওয়া ও এস আলম গ্রুপের ৩০ হাজার কোটি টাকা ঋণ নেওয়ার ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থতা কেন অবৈধ হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একইসঙ্গে এবিষয়ে পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন তদন্তের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। 

দুর্নীতি দমন কমিশন (দুদক), সিআইডিসহ সংশ্লিষ্টদের প্রতি স্বপ্রণোদিত হয়ে এই নির্দেশ দেন আদালত।


বিজ্ঞাপন


রোববার (৪ ডিসেম্বর) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

আদেশে এস আলম গ্রুপকে ইসলামী ব্যাংক থেকে ৩০ হাজার কোটি টাকা ঋণ নেওয়ার বিষয়ে ব্যাখা দিতে বলেছেন আদালত। ঋণের বিষয়ে ইসলামী ব্যাংক লিমিটেড স্যোশাল ইসলামী ব্যাংকসহ সংশ্লিষ্ট আর্থিক প্রতিষ্ঠানগুলোকে ব্যাখা দিতে নির্দেশ দিয়েছেন।

এঘটনা অনুসন্ধানের জন্য বিএফআইইউ, দুদক ও সিআইডিকে আগামী ৪ মাসের মধ্যে তদন্ত করে আদালতে প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দেওয়া হয়েছে।

আদেশের বিষয়টি ঢাকা মেইলকে নিশ্চিত করেছেন দুদকের আইনজীবী খুরশিদ আলম খান।


বিজ্ঞাপন


এআইএম/এইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর