শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ঢাকা

ইসলামী ব্যাংকে ‘ভয়ংকর নভেম্বর’ তদন্ত করতে আবেদন

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০১ ডিসেম্বর ২০২২, ১২:৫১ পিএম

শেয়ার করুন:

ইসলামী ব্যাংকে ‘ভয়ংকর নভেম্বর’ তদন্ত করতে আবেদন

ইসলামী ব্যাংকে ‘ভয়ংকর নভেম্বর’ নিয়ে প্রকাশিত পত্রিকার প্রতিবেদনের তদন্ত করতে একটি আবেদন করা হয়েছে।

বৃহস্পতিবার (১ ডিসেম্বর) এ আবেদনটি করেন ইসলামী ব্যাংকের গ্রাহক ও সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ শিশির মনিরসহ ৫ জন।


বিজ্ঞাপন


দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ও বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের প্রধান কর্মকর্তার কাছে এ আবেদন করা হয়েছে।

আবেদনে তিনি বলেন, আমরা নিম্ন স্বাক্ষরকারীগণ ইসলামী ব্যাংক, বাংলাদেশ লিমিটেডের নিয়মিত গ্রাহক। ইসলামী ব্যাংকের বিভিন্ন শাখায় আমাদের ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে। আমরা সাধ্যমত ইসলামী ব্যাংকের সাথে লেনদেন করে থাকি। সূত্রে উল্লেখিত পত্রিকার রিপোর্টে ইসলামী ব্যাংকের নিয়ম বর্হিভূত লেনদেন প্রতিভাত হয়েছে। জামানত ছাড়া ঋণ প্রদান, নামসর্বস্ব কোম্পানিকে ঋণ প্রদানের সুনির্দিষ্ট অভিযোগ উঠে এসেছে। ব্যাংকের কর্মচারীসহ প্রত্যক্ষদর্শী ব্যবসায়ী ও সুধীজনের ভাষ্যমতে রিপোর্টে উল্লেখিত সংখ্যার চেয়ে প্রকৃত অসাধু লেনদেনের পরিমাণ আরও অনেকগুণ বেশি।

স্বীকৃত মতে, বর্তমানে বাংলাদেশ অর্থনৈতিক সংকট মোকাবেলা করছে। এই ধরনের অসাধু লেনদেন আর্থিক ব্যবস্থাপনায় অধিকতর অস্থিরতা সৃষ্টি করতে পারে। সংশ্লিষ্ট ব্যাংকের গ্রাহকসহ জনগণ ক্ষতির সম্মুখীন হওয়ার সমূহ আশঙ্কা দেখা দিয়েছে। এমনকি দেশের সর্বোচ্চ আদালত অতীতের ঘটনাসমূহ নিয়ে উম্মা প্রকাশ করেছে।

এতে বলা হয়, প্রথম আলো পত্রিকার অনুসন্ধানী রিপোর্ট অনুযায়ী নভেম্বর মাসের ১ থেকে ১৭ তারিখ পর্যন্ত দুই হাজার চারশত ষাট কোটি টাকা, NEWAGE পত্রিকার রিপোর্ট অনুয়ায়ী এস আলম গ্রুপ একাই ত্রিশ হাজার কোটি টাকা, The Business Standard এর রিপোর্ট অনুযায়ী MediGreen নামে কোম্পানি এক হাজার কোটি টাকা ও SS Straight Line নামে প্রতিষ্ঠান নয়শত কোটি টাকা নিয়ম বর্হিভূত ভাবে লেনদেন করেছে।


বিজ্ঞাপন


উল্লেখ্য, গত ২৪ নভেম্বরে দৈনিক প্রথম আলো পত্রিকার প্রথম পাতায় প্রকাশিত হয় ‘ইসলামী ব্যাংকে ভয়ংকর নভেম্বর’ শিরোনামে রিপোর্ট।

৩০ নভেম্বরে দৈনিক NEWAGE প্রত্রিকার প্রথম পাতায় ‘S Alam Group lifts Tk. 30,000cr loans from IBBL alone’

২৭ নভেম্বরে The Business Standard এ প্রকাশিত ‘Loan Disbursement Trend of Islami Bank’ শিরোনামে প্রকাশিত রিপোর্ট। এর আলোকে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণের আবেদন জানানো হয়।

এআইএম/এএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর