অনুমতি ছাড়া বিদেশ যেতে মানা সাংবাদিক খালিদীর
জ্যেষ্ঠ প্রতিবেদক

আদালতের অনুমতি ছাড়া বিদেশ যেতে পারবেন না অনলাইন নিউজ পোর্টাল বিডিনিউজের প্রধান সম্পাদক ও প্রকাশক তৌফিক ইমরোজ খালিদি।
বৃহস্পতিবার (১ ডিসেম্বর) এ বিষয়ে আদালতের জারি করা রুল নিষ্পত্তির করে এ রায় ঘোষণা করেন বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ।
আজ আদালতে খালিদির পক্ষে শুনানি করেন সুপ্রিম কোর্ট বারের সাবেক সভাপতি ইউসুফ হোসেন হুমায়ুন। অপরদিকে দুদকের পক্ষে ছিলেন খুরশিদ আলম খান।
দুর্নীতি দমন কমিশন (দুদকের) এক মামলার প্রসঙ্গে এমন রায় এলো আদালত।
এআইএম/এএস